বুধবার, ৪ সেপ্টেম্বর ২০১৩
রাজধানীতে শিবিরের গাড়ি ভাংচুর
Home Page » আজকের সকল পত্রিকা » রাজধানীতে শিবিরের গাড়ি ভাংচুরবঙ্গ-নিউজ ডটকমঃ যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে দণ্ডিতদের ভোটাধিকার বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদে রাজধানীর এলিফেন্ট রোড ও মহাখালীতে ঝটিকা মিছিল নিয়ে কয়েকটি গাড়ি ভাংচুর করেছে জামায়াত-শিবির কর্মীরা।
প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার সকাল পৌনে ১০টার দিকে বিভিন্ন গলি থেকে ৫০-৬০ জন শিবিরকর্মী এলিফ্যান্ট রোডের বাটা সিগন্যালের কাছে জড়ো হয় এবং মিছিল বের করে। এক পর্যায়ে তারা কয়েকটি যানহানে ঢিল ছোড়ে এবং কাচ ভাংচুর করে।
পরে পুলিশ ধাওয়া দিলে জামায়াত-শিবির কর্মীরা ছত্রভঙ্গ হয়ে যায় বলে রমনা পুলিশের উপ কমিশনার মারুফ হোসেন সরদার জানান।
এ সময় বাটা সিগন্যাল ও তেজগাঁও শিল্প এলাকা থেকে আট শিবির কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
মন্ত্রিসভা একাত্তরে যুদ্ধাপরাধের দায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কারাদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতাদের নাম ভোটার তালিকা থেকে নাম বাদ দেয়ার সিদ্ধান্ত নেয়ায় বুধবার সারাদেশে এই বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করে জামায়াতে ইসলামী।
বাংলাদেশ সময়: ১২:৪৮:০৩ ৪৬৯ বার পঠিত