মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর ২০১৩

আজ থেকে পাকিস্তান- জিম্বাবুয়ে টেস্ট

Home Page » খেলা » আজ থেকে পাকিস্তান- জিম্বাবুয়ে টেস্ট
মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর ২০১৩



flag-pins-pakistan-zimbabwe.jpgবঙ্গ-নিউজ ডটকম: টুয়েন্টি টুয়েন্টি ও ওয়ানডে সিরিজ শেষে এবার টেস্ট লড়াইয়ে নামছে স্বাগিতক জিম্বাবুয়ে ও পাকিস্তান। দুই ম্যাচ সিরিজের প্রথমটিতে মঙ্গলবার মুখোমুখি হচ্ছে জিম্বাবুয়ে ও পাকিস্তান। হারারে ক্রিকেট গ্রাউন্ডে বাংলাদেশ সময় বেলা দু’টায় শুরু হবে ম্যাচটি। দুই ম্যাচের টি-২০ সিরিজ দিয়ে দেশের মাটিতে পাকিস্তানের বিপক্ষে খেলতে নামে জিম্বাবুয়ে। দু’টি ম্যাচেই খারাপ পারফরমেন্সের ফলে সিরিজটি ২-০ ব্যবধানে হারে স্বাগতিকরা। তবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে শুরুটা দুর্দান্তই ছিল জিম্বাবুয়ের। প্রথম ম্যাচেই পাকিস্তানকে চমকে দেয় তারা। ৭ উইকেটের জয় দিয়ে সিরিজে যাত্রা শুরু করে ব্রেন্ডন টেইলরের দল। কিন্তু প্রথম ওয়ানডেতে ভালো খেলার ধারাবাহিকতা পরের দুই ম্যাচে অব্যাহত রাখতে পারেনি জিম্বাবুয়ে। ফলে শেষ দু’টি ম্যাচ হেরে সিরিজ জয়ের সুর্বন সুযোগটা হাতছাড়া করে তারা। ৯০ ও ১০৮ রানের ব্যবধানে শেষ দুই ম্যাচে হেরে যায় জিম্বাবুয়ে। তাই টি-২০ ও ওয়ানডে সিরিজ হারের ক্ষত নিয়েই পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ খেলতে নামছে জিম্বাবুয়ে। তবে টেস্ট সিরিজে ভালো করার ইচ্ছা পোষণ করলেন স্বাগতিক অধিনায়ক ব্রেন্ডন টেইলর, ‘টি-২০ সিরিজে ভালো খেলতে না পারলেও, ওয়ানডে সিরিজে শুরুটা দুর্দান্ত করি আমরা। কিন্তু শেষ পর্যন্ত সিরিজটি জিততে পারিনি। তবে টেস্ট সিরিজ ভিন্ন ফরম্যাট। এখানে অন্যরকম চিন্তা নিয়ে খেলতে হবে। ধৈর্য্যরে পরীক্ষা দিতে হবে খেলোয়াড়দের। তাই আশা করছি টেস্ট সিরিজে সবাই নিজেদের সেরাটাই দেয়ার চেষ্টা করবে এবং ভালো ক্রিকেট খেলবে।’ দুর্দান্ত পারফরমেন্স দিয়ে টি-২০ ও ওয়ানডে সিরিজ জিতে নিয়েছে পাকিস্তান। ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ হারলেও, দ্বিতীয় ও শেষ ম্যাচে সফরকারীদের পারফরমেন্স ছিল চোখে পড়ার মত। ফলে টি-২০ সিরিজের পর ওয়ানডে সিরিজটিও জিতে নেয় মিসবাহ-উল-হকের দল। টি-২০ ও ওয়ানডে সিরিজ জিতে নেয়ায় বেশ খোশমেজাজেই রয়েছে পাকিস্তান। কিন্তু টেস্টে সিরিজে জিম্বাবুয়েকে সহজভাবে নিতে নারাজ পাকরা। তেমনই সুর পাওয়া গেল সফরকারী অধিনায়ক মিসবাহ’র কন্ঠে, ‘প্রতিপক্ষ হিসেবে জিম্বাবুয়ে শক্তিশালী দল। তাদের সহজভাবে নেয়ার কোন অবকাশ নেই। আগের কোন ম্যাচেই তাদের সহজভাবে নেইনি আমরা। টেস্ট সিরিজেও নেব না। আমাদের মূল লক্ষ্যই থাকবে সিরিজ জয়। তাই দু’টি টেস্টেই নিজেদের সেরাটা উজার করে দিবো।’ এখনপর্যন্ত বড় ফরম্যাটে মোট ১৫বার মুখোমুখি হয়েছে জিম্বাবুয়ে ও পাকিস্তান। এরমধ্যে জয়ের পাল্লাটা সবচেয়ে বেশি ভারী পাকিস্তানেরই। ৯টি ম্যাচ জিতেছে পাকরা। আর ২টি ম্যাচে জয় পেয়েছে জিম্বাবুয়ে। বাকী চারটি ম্যাচ হয়েছে ড্র। সর্বশেষ ১৯৯৮ সালে পাকদের হারিয়েছিল জিম্বাবুয়ে। যদি সদ্য শেষ হওয়া ওয়ানডে সিরিজের মত টেস্ট সিরিজেও কোন ম্যাচ জিততে পারে স্বাগতিকরা তবে ১৫ বছর পর আবারো রেকর্ড বইয়ে নতুনত্ব আনতে সক্ষম হবে জিম্বাবুয়ে। জিম্বাবুয়ে দল (সম্ভাব্য) : ব্রেন্ডন টেইলর (অধিনায়ক ও উইকেট রক্ষক), সিকান্দার রাজা, তেন্ডাই চাতারা, মাইকেল চিনুয়া, এলটন চিগুমবুরা, গ্রায়েম ক্রেমার, কাইল জার্ভিস, তিমিয়েন মারুমা, হ্যামিলটন মাসাকাদজা. নাস্তাই এমসাংবে, টিনোটেন্ডা মুতমবোদজি, ভুসিমি সিবান্দা, প্রসপার উৎসেয়া, ব্রায়ান ভিটোরি, ম্যালকম ওয়ালার ও সিন উইলিয়ামস। পাকিস্তান দল (সম্ভাব্য) : মিসবাহ-উল-হক (অধিনায়ক), আব্দুর রেহমান, আদনান আকমল, আসাদ শফিক, আজহার আলী, এহসান আদিল, ফয়সাল ইকবাল, জুনায়েদ খান, খুররাম মঞ্জুর, মোহাম্মদ হাফিজ, রাহাত আলী, সাইদ আজমল, শান মাসুদ, ওয়াহাব রিয়াজ, ইউনিস খান ও ইমরান ফরহাত।

বাংলাদেশ সময়: ১০:৪০:৪০   ৪০২ বার পঠিত