মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর ২০১৩
ভুয়া চাকরি দাতা প্রতিষ্ঠানের প্রতারণা বেড়েই চলেছে
Home Page » আজকের সকল পত্রিকা » ভুয়া চাকরি দাতা প্রতিষ্ঠানের প্রতারণা বেড়েই চলেছেবঙ্গ-নিউজ ডটকম: চাকুরির খোঁজে দেশের যুব সমাজ যখন হন্যে হয়ে ছোটাছুটি করছে। ঠিক সে সময় চাকরি দেয়ার নামে প্রতারণার জাল বিস্তার করে চলেছে এক শ্রেনির প্রতারক চক্র।
রাজধানীর জনবহুল এলাকার দেয়ালে, বাসের জানালায়, এমনকি পত্রিকার পাতা খুললেও ১০০ ভাগ চাকরির নিশ্চয়তা দিচ্ছে এমন নানা প্রতিষ্ঠানের চটকদার বিজ্ঞাপন চোখে পড়ে। চাকরি দেয়ার নামে শতশত ভুয়া প্রতারক প্রতিষ্ঠান গড়ে উঠেছে। তারা কেউ পোশাক কারখানায়, আবার কেউবা তাদের কথিত স্বাস্থ্য সেবা প্রকল্পে চাকরি দেয়ার নামে বেকার তরুণ-তরুণীদের কাছ খেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে। বাংলাদেশে বেকার তরুণ-তরুণীরা সেই বিজ্ঞাপনে প্রলুব্ধ হয়ে যখন চাকরির জন্য যান, তখন হন প্রতারিত।
আরেক গ্রুপ প্রতারক আছে যারা সারা দেশে তাদের কথিত স্বাস্থ্য সেবা প্রকল্পে চাকরি দেয়ার নামে বিজ্ঞাপন দিয়ে থাকে। চাকরি প্রার্থীরা চাকরির জন্য গেলে তাঁকে তাঁর উপজেলায় সমন্বয়কারী হিসেবে নিয়োগ দেয় এবং ‘সিকিউরটি মানি’ হিসেবে ১০ হাজার টাকা নেয়। এরপর তাকে আবার বলা হয় ইউনিয়ন পর্যায়ে নিয়োগ দিতে। তার মাধ্যমেও নেয়া হয় তাদের জামানতের টাকা। পরে সারা দেশ থেকে এভাবে লাখ লাখ টাকা হাতিয়ে প্রতিষ্ঠানটি উধাও হয়ে যায়। মিরপুর এলাকা থেকে পুলিশ জাহাঙ্গির আলম নামে এ রকম এক প্রতারককে গ্রেপ্তার করেছে, যে গত ২ বছরে ভিন্ন ভিন্ন নামে ১২টি প্রতিষ্ঠান খুলে চাকরির নামে প্রতারণা করে লাখ লাখ টাকা হাতিয়েছে। ঢাকা মহানগর পুলিশের যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম জানান, তারা এসব প্রতারক চাকরি দাতা প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযান চালান। তবে প্রতারিতরা প্রায়ই অভিযোগ না করায় তারা অনেক সময় কোনো ব্যবস্থা নিতে পারেন না। তিনি বলেন, রাজধানীতে এ রকম শতাধিক প্রতিষ্ঠান আছে বলে তাদের কাছে তথ্য রয়েছে। তাদের গ্রেপ্তার করলেও তারা জামিনে ছাড়া পেয়ে আবার প্রতারণা শুরু করে। তাই তিনি এ জন্য চাকরি প্রার্থীদেরও সতর্ক এবং সচেতন হওয়ার পরামর্শ দেন।
বাংলাদেশ সময়: ০:৩৩:২৪ ৫৩৫ বার পঠিত