সোমবার, ২ সেপ্টেম্বর ২০১৩

“প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পদত্যাগের উপদেশ দিন” : ফারুক

Home Page » জাতীয় » “প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পদত্যাগের উপদেশ দিন” : ফারুক
সোমবার, ২ সেপ্টেম্বর ২০১৩



joinul_abdin_foruk_bnp-15.jpgবঙ্গ-নিউজ ডটকমবিএনপিকে উপদেশ না দেওয়ার আহ্বান জানিয়ে মোহাম্মদ নাসিমকে উদ্দেশ্য করে বিরোধী দলীয় চিফ হুইফ জয়নাল আবদীন ফারুক বলেছেন, “দেশের সংকট উত্তরণের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পদত্যাগের উপদেশ দিন। আন্দোলন কীভাবে করতে হবে এজন্য বিএনপি নেত্রীকে উপদেশ দিতে হবে না।”সোমবার দুপুরে জাতীয় প্রেসক্লাব মিলানায়তনে পিন্টু মুক্তি চাই পরিষদ হাজারীবাগের উদ্যোগে’ নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় নির্বাচন ও নাসির উদ্দিন আহম্মেদ পিন্টুর মুক্তি’ শীর্ষক আলোচনা সভায় তিনি একথা বলেন।

আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিমের বক্তব্যের সমালোচনা করে বিরোধীদলীয় চিফ হুইফ জয়নাল আবদীন ফারুক বলেন, “বিএনপি কোনো ট্রেন মিস করেনি। আপনারাই ইতোমধ্যে জনগণকে মিস করা শুরু করেছেন।”

নির্বাচন কমিশন (ইসি) সরকারের আজ্ঞাবহ মন্তব্য করে ফারুক বলেন, “নির্বাচন কমিশন ভাওতাবাজ নেতাদের গমের শীষের প্রতীক দিয়ে বিএনপিকে ভাঙার ষড়যন্ত্র করছে।”

ইসি কোনো দলের আস্থা অর্জন করতে না পারায় তাদের অধীনে কোনো নির্বাচন হবে না বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন ফারুক।

আলোচনা সভায় মুর্তজা আলীর সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন জাগপা’র সভাপতি শফিউল আলম প্রধান, নারী সংসদ সদস্য সৈয়দা আসিফা আশরাফী পাপিয়াসহ অন্যান্য বিএনপি নেতৃবৃন্দ।

বাংলাদেশ সময়: ১৬:২৫:৫২   ৪৫৭ বার পঠিত