সোমবার, ২ সেপ্টেম্বর ২০১৩
তারেক ছাড়া নির্বাচন নয় : মির্জা আব্বাস
Home Page » জাতীয় » তারেক ছাড়া নির্বাচন নয় : মির্জা আব্বাসবঙ্গ-নিউজ ডটকম: তারেক রহমান ছাড়া বাংলাদেশের মাটিতে কোন নির্বাচন হবে না বলে উল্লেখ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।তিনি বলেন, “তারেকের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়ে গেছে। যারা ১/১১ এনেছিলো, তারা তারেক রহমানের ভয়ে ভীত হয়ে পড়েছে।”
সোমবার জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
‘জাতীয় রাজনীতিতে তারেক রহমান’ শীর্ষক এ আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ স্বাধীনতা ও সংহতি ফোরাম নামের একটি সংগঠন।
মির্জা আব্বাস বলেন, “তত্ত্বাবধায়কের অধীনে নির্বাচন দিলে তারেক রহমান দেশে চলে আসবেন। তখন তার মামলার সাচ্চা বিচার হবে এবং তারেক মুক্তি পাবেন।”
আগামী নির্বাচনে বিএনপি জয়ী হবে এবং তারেক দেশ পরিচালনা করবেন বলেও উল্লেখ করেন তিনি। সরকার সেই ভয়ে নির্বাচন দিতে চায় না বলে মন্তব্য করেন আব্বাস।
বিএনপিতে নেতৃত্বের কোন অভাব নেই উল্লেখ করে তিনি বলেন, “আগের ষড়যন্ত্রকারীরা আবারো দেশের ভেতরে বাইরে সক্রিয় হয়েছে। তারা চক্রান্ত করে দেশকে অন্যদিকে ধাবিত করতে চায়।”
বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, “এক এগারো কুশীলবসহ দলের অভ্যন্তরের ষড়যন্ত্রকারীদের বিচার করতে হবে। দলের বেঈমানদের তারেক রহমান চিনে ফেলেছেন।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোহাম্মদ নুরুল আফসার বাহাদুর।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন দলের চেয়ারপার্সনের উপদেষ্টা পরিষদের সদস্য জয়নাল আবদীন, শামসুজ্জামান দুদু, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন, তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক আবু সাঈদ খানসহ আরো অনেকে।
বাংলাদেশ সময়: ১৬:১৮:৪২ ৪৫৯ বার পঠিত