সোমবার, ২ সেপ্টেম্বর ২০১৩
১১ দিন পর লঞ্চ চলাচল শুরু মাওয়ায়
Home Page » সংবাদ শিরোনাম » ১১ দিন পর লঞ্চ চলাচল শুরু মাওয়ায়বঙ্গ-নিউজ ডটকম: মালিক সমিতির ডাকা ধর্মঘটে ১১ দিন লঞ্চ চলাচল বন্ধ থাকার পর অবশেষে শুরু হয়েছে মাওয়া-কাওড়াকান্দি নৌপথে লঞ্চ চলাচল।
সোমবার সকাল সোয়া ৭টায় মাওয়া ঘাট থেকে এম এল মায়ের দোয়া নামের একটি লঞ্চ যাত্রা শুরু করে। একই সময় কাওড়াকান্দি থেকে এম এল শিবচর নামের আরেকটি লঞ্চ মাওয়ার উদ্দেশে রওনা হয়।
রোববার রাতে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটি)-এর চেয়ারম্যানের সাথে লঞ্চ মালিক সমিতির দীর্ঘ বৈঠকের পর লঞ্চ চালুর এই সিদ্ধান্ত নেয় মালিকপক্ষ।
বিআইডব্লিউটিএর চেয়ারম্যান খন্দকার সামসুদ্দোহা জানান, এমভি শাহ পরান লঞ্চটি এই রুটে চলাচল নিয়ে মালিক সমিতির আপত্তি ছিল। বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, ওই লঞ্চটিও তিন দিন পর থেকে চলবে।
সামসুদ্দোহা আরো বলেন, “দীর্ঘ ১১ দিন লঞ্চ চলাচল না করায় যাত্রীদের চরম ভোগান্তিতে পড়তে হয়েছিল। এখন তা লাঘব হবে।”
এদিকে নাব্য সঙ্কটের কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি পারাপার তিন দিনের জন্য বন্ধ রাখায় মাওয়া-কাওড়াকান্দি ফেরিতে যানবাহনের চাপ বেড়েছে।লঞ্চ মালিক সমিতির সহ-সভাপতি মো. ইকবাল হোসেন বলেন, “কয়েকটি লঞ্চের পারমিট বাতিলসহ বিভিন্ন শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। বৈঠকে বিধি অনুযায়ী সেগুলোও শিথিল করার সিদ্ধান্ত হয়েছে। তাই আমরা স্বাভাবিকভাবে লঞ্চ চালানোর সিদ্ধান্ত নিয়েছি।”
এদিকে রাজধানীর সাথে দেশের দক্ষিণাঞ্চলের গুরুত্বপূর্ণ এই নৌপথে ৮৬টি লঞ্চ চলাচল করত। ‘এমভি শাহ পরান’ যুক্ত হলে লঞ্চের সংখ্যা দাঁড়াবে ৮৭।
উল্লেখ্য, ২২ আগস্ট কাওড়াকান্দি ঘাট থেকে ‘এমভি শাহ পরান’ মাওয়া ঘাটে গেলে শ্রমিকরা লঞ্চটি ভাঙচুর করে আটক করে রাখে। পের ওই ঘটনাকে কেন্দ্র করে লঞ্চ চলাচল বন্ধ হয়ে যায়।
বাংলাদেশ সময়: ১৬:০৭:২৪ ৫১৩ বার পঠিত