সোমবার, ২ সেপ্টেম্বর ২০১৩
আবারো ওয়ানডে শীর্ষ স্থান হারালেন সাকিব
Home Page » আজকের সকল পত্রিকা » আবারো ওয়ানডে শীর্ষ স্থান হারালেন সাকিববঙ্গ-নিউজ ডট কম:
আবারো ওয়ানডে ক্রিকেটের অলরাউন্ডার র্যাঙ্কিংয়ের শীর্ষ স্থান হারালেন সাকিব আল হাসান। রোববার আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)র প্রকাশিত র্যাংকিং এ পাকিস্তানের মোহাম্মদ হাফিজ শীর্ষ স্থানে উঠে আসেন।
জিম্বাবুয়ে সিরিজে অসাধারণ ক্রিকেট খেলে সাকিবকে হটিয়ে ওয়ানডে ক্রিকেটে শীর্ষে উঠে এসেছেন পাকিস্তানের এ অলরাউন্ডার। হাফিজের পয়েন্ট ৩৯৬ আর সাকিবের পয়েন্ট ৩৮৭। জিম্বাবুয়ের বিপে তিন ম্যাচে সর্বোচ্চ ২৩২ রান ও দুটি উইকেট নিয়ে সিরিজ সেরা হয়েছেন পাকিস্তানের এই অলরাউন্ডার।
চলতি বছরের জানুয়ারিতে সাকিবের কাছ থেকে শীর্ষস্থান কেড়ে নিয়েছিলেন হাফিজ। এরপর পাকিস্তানের দণি আফ্রিকা সফরে তার ব্যর্থতায় শীর্ষ স্থান ফিরে পায় সাকিব। বাংলাদেশের জিম্বাবুয়ে সফরে সাকিবের ব্যর্ধতায় আবার শীর্ষ স্থান ফিরে পায় হাফিজ। এরপর আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে হাফিজের ব্যর্থতায় শীর্ষে উঠে আসেন সাকিব।
বাংলাদেশ সময়: ১:৩৫:০৫ ৪৪১ বার পঠিত