সোমবার, ২ সেপ্টেম্বর ২০১৩

ভুলোমনা বিজ্ঞানী টমাস আলভা এডিসন !!!

Home Page » এক্সক্লুসিভ » ভুলোমনা বিজ্ঞানী টমাস আলভা এডিসন !!!
সোমবার, ২ সেপ্টেম্বর ২০১৩



edison.jpg

বঙ্গ-নিউজ ডট কম: 

বিজ্ঞানী টমাস আলভা এডিসন ছিলেন খুব ভুলোমনা, কোনো কিছুই মনে রাখতে পারতেন না  একবার তিনি তার
এক বন্ধুকে তার বাসায় খাবার দাওয়াত দিলেন অথচ দাওয়াতের দিন এডিসন নিজেই বন্ধুকে দাওয়া দেয়ার
কথা ভুলে গেলেন যথাদিনে বন্ধু এসে হাজির এসে দেখেন বাড়িতে কেউ নেই 

বন্ধুটি তাই তার বিজ্ঞানী বন্ধুটির
জন্য অপেক্ষা করতে থাকলো কিন্তু সময় গড়িয়ে যায়, বন্ধুতো আসে না অবশেষে খিদে লাগায়
বন্ধুটি খিদে সইতে না পেরে টেবিলে রাখা প্লেট এর খাবার নিজেই সাবাড় করে দেয়কিছুক্ষন পরে এডিসন আসলেন এসে বন্ধুকে দেখে অবাক
হয়ে জিজ্ঞেস করলেন আরে দোস্ত, তুমি এই অসময়ে আমার বাসায়!!!! দাঁড়াও দেখি তোমার ন্য কোনো খাবার
আছে কিনা এই বলে তিনি টেবিলে রাখা প্লেটটির ঢাকনা তুলে দেখেন প্লেটটি খালি এর পর আফসোস করে বন্ধুকে বলতে লাগলেন এই দেখো কান্ড, তোমার জন্য কিছুই রইল না যাওয়ার সময় যে আমি খাবারটি খেয়ে গিয়েছিলাম তাও ভুলে গেছি  সুত্রঃ ইন্টারনেট

বাংলাদেশ সময়: ০:৪৪:৩০   ১৩৭০ বার পঠিত