রবিবার, ১ সেপ্টেম্বর ২০১৩
“সংবিধান সংশোধনের প্রয়োজন নেই”, বললেন আইনমন্ত্রী
Home Page » জাতীয় » “সংবিধান সংশোধনের প্রয়োজন নেই”, বললেন আইনমন্ত্রীবঙ্গ-নিউজ ডট কম:
আজ রবিবার বাংলাদেশ শান্তি পরিষদের জাতীয় সম্মেলনের পর আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ সাংবাদিকদের বলেছেন, ‘নির্বাচনকালীন সরকার নিয়ে সংবিধানে কোনো সংশোধনীর প্রয়োজন নেই। আর এরকম কোনো পদক্ষেপও গ্রহণ করা হচ্ছে না।‘
আইনমন্ত্রী বলেন, ‘সংবিধানেই বলা আছে যে নির্বাচন কমিশন একটি সাংবিধানিক প্রতিষ্ঠান। তাদের কাজ হলো নির্বাচন পরিচালনা করা। আর নির্বাচনকালীন সরকারের কাজ হচ্ছে দৈনন্দিন কাজ করা, তারা কোনো নীতিগত সিদ্ধান্ত নিতে পারবে না।‘
অনুষ্ঠানে এক সাংবাদিক মন্ত্রীকে উদ্দেশ্য করে বলেন, ‘আমরা জানি, সংবিধান অনুসারে মেয়াদ শেষ হওয়ার আগে বা পরে নির্বাচন হতে পারে। মেয়াদপূর্তির পরবর্তী ৯০ দিনে নির্বাচন হতে গেলে কোন সময়ে সংসদ ভেঙে দিতে হবে?’ এই প্রশ্নের উত্তরে মন্ত্রী বলেন, ‘পরিস্থিতিই তা বলে দেবে।‘
বাংলাদেশ সময়: ১৮:৪৯:৩০ ৪৬৪ বার পঠিত