রবিবার, ১ সেপ্টেম্বর ২০১৩
সিরিজ জিতলো পাকিস্তান
Home Page » খেলা » সিরিজ জিতলো পাকিস্তানবঙ্গ-নিউজ ডটকম:জয়ের ধারা অব্যাহত রাখতে পারলোনা জিম্বাবুয়ে। সিরিজ নির্ধারণী ম্যাচে তারা হেরে গেছে ১০৮ রানের বড় ব্যবধানে। প্রথম ও শেষ ম্যাচ জিতে টি-টোয়েন্টি সিরিজের মতো ওয়ানডে সিরিজও নিজেদের করে নিয়েছে পাকিস্তান। এই সিরিজটি জয়ের মাধ্যমে চ্যাম্পিয়ন্স ট্রফির ভরাডুবির পর ধারাবাহিকভাবে দু’টি সিরিজ জিতলো হোয়াটমোরের দল। জিম্বাবুয়ের আগে তারা সিরিজ জিতে এসেছে ওয়েস্ট সফরেও। সিরিজের শেষ ম্যাচে প্রায় একই রকম সম্ভাবনায় কাছাকাছি ছিলো উভয় দল। কিন্তু সে সম্ভাবনাকে কাজে লাগাতে ব্যর্থ হয়েছে জিম্বাবুয়ে। ফলে শ্রেষ্ঠত্ব প্রমাণ করে সহজ জয় ছিনিয়ে নিয়েছে পাকিস্তান। ম্যাচে প্রথমে ব্যাটিং করে পাকিস্তান। টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠায় জিম্বাবুয়ে অধিনায়ক। আহমেদ শেহজাদ ও মেসবাহ উল হকের হাফ সেঞ্চুরিতে ভর করে ৫০ ওভারে ছয় উইকেট হারিয়ে ২৬০ রান করে পাকিস্তান। এছাড়া মাত্র ২৫ বলে ৩৩ রান করেন ওমর আমিন। জিম্বাবুয়ের পক্ষে তিনটি উইকেট নেন টেন্ডাই চেতারা। দশ ওভারে ৪৮ রান দিয়ে উইকেটগুলো নেন তিনি। এরপর ২৬১ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে মাত্র ১৫২ রানেই গুটিয়ে যায় জিম্বাবুয়ে ইনিংস। জিম্বাবুয়ে দলের সেরা ব্যাটসম্যানরা এদিন রান করতে ব্যর্থ হন। দলের সর্বোচ্চ ৪৮ রান আসে ম্যালকম ওয়ালারের ব্যাট থেকে। এ ছাড়া ২৬ রান করেন অধিনায়ক ব্রেন্ডন টেইলর, ২৫ রান করেন হ্যামিল্টন মাসাকাদজা এবং ২৩ রান আসে প্রসপার উতসেয়ার ব্যাট থেকে। পাকিস্তানের হয়ে এদিন দু’টি করে উইকেট পেয়েছেন মোহাম্মদ হাফিজ, সাঈদ আজমল এবং আব্দুর রেহমান। সিরিজ সেরা হওয়া মোহাম্মদ হাফিজ এ ম্যাচেই প্রথম উইকেট পান। ম্যাচসেরা নির্বাচিত ওমর আমিন। ২৫ বলে ঝড়ো ৩৩ রানের কল্যাণেই ম্যাচসেরার পুরস্কার তার পকেটে যায়। ম্যাচ শেষে জিম্বাবুয়ে অধিনায়ক বলেন, “আমরা নিজেদের মতো খেলতে পারিনি। বিশেষ করে তিনটি রান আউটের কারণে আমরা ব্যাটিংয়ে পিছিয়ে পড়েছি। রান আউটগুলো না হলে আমাদের এই ম্যাচে দারুণ সুযোগ ছিলো।” সিরিজ সেরা হওয়া মোহাম্মদ হাফিজ বলেন, “সিরিজ জয় আমাদের দলীয় চেষ্টার ফসল। আমি দলের প্রতিটি সদস্যের প্রতি কৃতজ্ঞতা জানাই।” ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে পাক-অধিনায়ক মেসবাহ বলেন, “আমরা গত ম্যাচের ভুল আর করতে চাইনি। এ বিষয়টিই আমাদের জয় এনে দিয়েছে। এ ছাড়া ওমর আমিনের ব্যাটিং দারুণ উপভোগ্য ছিলো। তরুণ এই ক্রিকেটার ভবিষ্যতে আরো ভালো করবে বলে মনে করি।” মেসবাহ আরো বলেন, “পরপর দু’টি সিরিজ জয় টেস্ট সিরিজের জন্য আমাদের এগিয়ে রাখলো। এখন আমাদের দৃষ্টি কেবল টেস্ট সিরিজের দিকে। টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজের মতো আমরা টেস্ট সিরিজেও প্রাধান্য বিস্তার করে জিততে চাই।” পাকিস্তান জিম্বাবুয়ের টেস্ট সিরিজ শুরু হবে তিন সেপ্টেম্বর থেকে। সিরিজের শেষ টেস্ট মাঠে গড়াবে দশ সেপ্টেম্বর।
বাংলাদেশ সময়: ২:৫৫:০২ ৪৩১ বার পঠিত