রবিবার, ১ সেপ্টেম্বর ২০১৩
ঐশীকে কারাগারে প্রেরণ
Home Page » জাতীয় » ঐশীকে কারাগারে প্রেরণবঙ্গ-নিউজ ডটকম:পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মাহফুজুর রহমান ও তার স্ত্রী স্বপ্না রহমানকে হত্যার অভিযোগে মেয়ে ঐশী রহমানকে আদালতের নির্দেশে কিশোরী সংশোধনাগার থেকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করা হয়েছে। শনিবার সকালে গাজীপুরের কোনাবাড়ি কিশোরী উন্নয়ন কেন্দ্র থেকে ঐশীকে নিয়ে উপ-সহকারী তত্ত্বাবধায়ক মো. সিদ্দিকুর রহমান ঢাকার উদ্দেশে রওনা দেন। ঐশীর সঙ্গে তাদের বাড়ির গৃহকর্মী খাদিজা খাতুন সুমীকেও কারাগারে পাঠানো হয়েছে। গাজীপুর সমাজসেবা অধিদফতরের উপ-পরিচালক লুৎফুন নেসা জানান, শনিবার সকাল পৌনে ১০টার দিকে ঐশীকে কারাগারে পাঠানোর বিষয়ে প্রয়োজনীয় কাগজপত্র কিশোরী উন্নয়ন কেন্দ্রে আসে। কিশোরী উন্নয়ন কেন্দ্রে আসার সময় পরা পোশাক পরেই ঐশী ও সুমি ঢাকায় রওনা হয়। সাদা ওড়না, চেক শার্ট ও জিন্স প্যান্ট পরা অবস্থায় ঐশী সংশোধনাগার থেকে বের হয়। সেখানে থাকা অবস্থায় তার সঙ্গে পরিবারের কেউ দেখা করেনি বলে জানান কিশোরী উন্নয়ন কেন্দ্রের কর্মকর্তারা। স্কুলের নথি অনুযায়ী ঐশীর বয়স ১৮ বছরের কম হওয়ায় গত ২৪ আগস্ট তাকে কিশোরী উন্নয়ন কেন্দ্রে পাঠানো হয়। তবে ঐশীর জন্মসনদ দাখিল করে মামলার তদন্ত কর্মকর্তা আবু আল খায়ের গত ২৯ অগাস্ট ঐশীকে কারাগারে পাঠানোর আবেদন করেন। খুলনার একটি ক্লিনিকের জন্মসনদ সম্বলিত ওই আবেদন যাচাই করে ঢাকা মহানগর হাকিম আনোয়ার ছাদাত গাজীপুরের কিশোরী উন্নয়ন কেন্দ্রে থাকা ঐশীকে কারাগারে পাঠানোর আদেশ দেন। ওই জন্মসনদ অনুযায়ী ঐশীর বয়স ১৮ বছরের বেশি। উল্লেখ্য, ১৬ আগস্ট এসবি পরিদর্শক মাহফুজুর রহমান ও তার স্ত্রী স্বপ্না রহমানের ক্ষতবিক্ষত লাশ তাদের চামেলীবাগের ফ্ল্যাটে পাওয়া যায়। তার আগের দিন বাড়ি থেকে বেরিয়ে যাওয়া ঐশী ১৭ আগস্ট পুলিশের কাছে ধরা দেয়। সে হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে পুলিশ জানিয়েছে।
বাংলাদেশ সময়: ২:৩৪:২১ ৪০৩ বার পঠিত