শনিবার, ৩১ আগস্ট ২০১৩
দেশব্যাপী ভারী বর্ষণের পূর্বাভাস
Home Page » প্রথমপাতা » দেশব্যাপী ভারী বর্ষণের পূর্বাভাসবঙ্গ-নিউজ ডট কম: শনিবার থেকে আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, রাজশাহী, রংপুর, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সারাদেশে দিনের এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এদিকে শনিবার দুপুরে রাজধানীতে ১৮ মিঃ মিঃ বৃষ্টিপাত রেবর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর। মৌসুমী বায়ু সক্রিয় থাকায় রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভারী বর্ষনের সম্ভাবনা রয়েছে।
বাংলাদেশ সময়: ২৩:২৭:৩৩ ৩৮৯ বার পঠিত