শনিবার, ৩১ আগস্ট ২০১৩
জাহাঙ্গীরনগরের শিক্ষকদের আন্দোলন নিয়ে তথ্যে অসম্পূর্ণতা
Home Page » প্রথমপাতা » জাহাঙ্গীরনগরের শিক্ষকদের আন্দোলন নিয়ে তথ্যে অসম্পূর্ণতাজাঃবিঃ প্রতিনিধি
বঙ্গ-নিউজ ডট কম:
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদত্যাগের দাবিতে শিক্ষকদের আন্দোলন নিয়ে বিভিন্ন পত্রপত্রিকা ও অনলাইন মিডিয়াতে প্রকাশিত মতামত, নিবন্ধগুলোতে তথ্যগত অসম্পূর্ণতা রয়েছে বলে দাবি করেছেন ‘সাধারণ শিক্ষক ফোরাম’। এ ধরনের লেখা প্রকাশের ক্ষেত্রে যথাযথ তথ্য উপস্থাপনের অনুরোধ জানান তারা।
আজ শনিবার দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের শিক্ষক লাউঞ্জে এক সংবাদ সম্মেলনে এ অনুরোধ জানানো হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ‘সাধারণ শিক্ষক ফোরাম’ এর সদস্য সচিব ও বিএনপিপন্থী শিক্ষক অধ্যাপক মুহাম্মদ কামরুল আহসান। লিখিত বক্তব্যে তিনি বলেন, ‘শিক্ষামন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত কোনো কোনো লেখায় আমাদের আন্দোলনের পরিপ্রেক্ষিত ও যৌক্তিকতা সম্পর্কে উপস্থাপিত বক্তব্যের মাধ্যমে বিভ্রান্তি সৃষ্টি হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। এ সম্পর্কে তথ্যগত অসম্পূর্ণতাও রয়েছে। ফলে যে কোন সময়ই জাতি আমাদের এই আন্দোলন সম্পর্কে ভুল ধারণা লাভ করতে পারে। উপাচার্যের পদত্যাগের দাবির যৌক্তিকতা তুলে ধরতে আমরা দৃঢ়প্রতিজ্ঞ এমনকি কি ভাবে এই আন্দোলন চূড়ান্ত রূপ লাভ করলো তার ব্যাখ্যা দিতেও আমরা প্রস্তুত।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ‘সাধারণ শিক্ষক ফোরাম’ এর আহবায়ক ও আওয়ামী লীগপন্থী শিক্ষক অধ্যাপক মুহম্মদ হানিফ আলী, নির্বাহী সদস্য অধ্যাপক শাহেদুর রশীদ প্রমুখ।
বাংলাদেশ সময়: ২২:৪৫:০২ ৪২৪ বার পঠিত