মঙ্গলবার, ৬ ডিসেম্বর ২০২২
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
Home Page » জাতীয় » মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বরদেশের সরকারি ও বেসরকারি মাধ্যমিক স্কুলে (১ম থেকে ৯ম শ্রেণি পর্যন্ত) ২০২৩ শিক্ষাবর্ষে ভর্তির জন্য লটারির মাধ্যমে শিক্ষার্থী নির্বাচন প্রক্রিয়ার তারিখ পরিবর্তন করা হয়েছে। নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী আগামী ১২ ডিসেম্বর সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের লটারি প্রক্রিয়া রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে দুপুর দুইটায় অনুষ্ঠিত হবে।
অন্যদিকে ১৩ ডিসেম্বর বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় (মহানগরী ও জেলার সদর উপজেলা পর্যায়) এর লটারি প্রক্রিয়া একই স্থানে বিকাল ৩ টায় অনুষ্ঠিত হবে।
সোমবার (০৫ ডিসেম্বর) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) উপ-পরিচালক (মাধ্যমিক) মোহাম্মদ আজিজ উদ্দিনের স্বাক্ষরিত এক অফিস আদেশ থেকে এই তথ্য জানা যায়।
এর আগে ১০ ডিসেম্বর সরকারি স্কুলের লটারি অনুষ্ঠিত হওয়ার কথা জানিয়েছিল মাউশি। গত দুই শিক্ষাবর্ষের (২০২১ ও ২০২২) মতো একই পদ্ধতিতে এসব শ্রেণিতে শিক্ষার্থী ভর্তি করা হবে।
সারা দেশে দুই হাজার ৯৬১টি বেসরকারি স্কুলে আসন রয়েছে ৯ লাখ ৪০ হাজার ৮৭৬টি। আর সরকারি ৪০৫টি স্কুলে আসন রয়েছে ৮০ হাজার ৯১টি।
বাংলাদেশ সময়: ১৮:৪০:৫৩ ২৮১ বার পঠিত # #মাধ্যমিক স্কুল #লটারির মাধ্যমে শিক্ষার্থী নির্বাচন #২০২৩ শিক্ষাবর্ষ