রবিবার, ৪ ডিসেম্বর ২০২২
ব্যবহৃত ল্যাপটপ ওয়ারেন্টিসহ বিক্রি করছে Device mama
Home Page » বিজ্ঞান-প্রযুক্তি » ব্যবহৃত ল্যাপটপ ওয়ারেন্টিসহ বিক্রি করছে Device mamaব্যবহৃত ল্যাপটপ ওয়ারেন্টিসহ বিক্রি করছে প্রযুক্তিপণ্য বিক্রেতা প্রতিষ্ঠান ‘ডিভাইস মামা’। প্রতিষ্ঠানটির এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ল্যাপটপের অবস্থা অনুযায়ী তিন থেকে ছয় মাস পর্যন্ত ওয়ারেন্টি দিয়ে ব্যবহৃত বা হাত ফেরতা ল্যাপটপ বিক্রি করে তারা। ওয়ারেন্টির আওতায় রয়েছে সব ধরনের যন্ত্রাংশ। বিস্তারিত প্রতিষ্ঠানটির ওয়েবসাইট Www.Devicemama.net থেকে জানা যাবে।
#
আল-আমিন সালমান