শনিবার, ৩১ আগস্ট ২০১৩
” মিশরে আবার সংঘর্ষে নিহত ৬”
Home Page » জাতীয় » ” মিশরে আবার সংঘর্ষে নিহত ৬”বঙ্গ-নিউজ ডটকম: দুই সপ্তাহের মাথায় মিশরের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে পুনর্বহালের দাবিতে আবারো বিক্ষোভ করেছে তার সমর্থকরা।
বিবিসি অনলাইনের প্রতিবেদনে বলা হয়েছে, এসময় পুলিশ ও মুসলমি ব্রাদারহুদের সমর্থকের মধ্যে ব্যাপক সংঘর্ষ বিভিন্ন শহরে ছড়িয়ে পড়ে। বিক্ষোভকালে অন্তত ৬ জনের প্রাণহানির খরব পাওয়া গেছে। তবে ব্রাদারহুদ তাদের ৭জন সমর্থক সংঘর্ষে মারা গেছে বলে উল্লেখ করে।
চলতি মাসের শুরুর দিকে মুরসির শতাধিক সমর্থক নিরাপত্তা বাহিনীর হামলায় মারা যায়। ৩ জুলাই মুরসি ক্ষমতাচ্যুত হওয়ার পর ব্রাদারহুদের শীর্ষ নেতাদের গ্রেফতার করা হয়।
বৃহস্পতিবার ব্রাদারহুদের সাধারণ সম্পাদক মোহাম্মদ আল বেলতেগিকে আটক করা হয়
খবরে বলা হয়, শুক্রবার ঠিক নামাযের পর প্রায় ৫ শতাধিক মুরসির সমর্থক কায়রোর রাস্তায় বেরিয়ে আসে। তারা শ্লোগান দেয়, মিসর ইসলামিক রাষ্ট্র। কোন সেক্যুলার রাষ্ট্র নয়।
এসময় বিক্ষোভকারীরা স্বত:ফূর্তভাবে বিক্ষোভ প্রদর্শন করলেও সেখানে প্রচুর দাঙ্গা পুলিশ ও সামরিক ট্যাংক মোতায়েন করা হয়েছে।
দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘোষণা করেছে, রাষ্ট্রীয় স্থাপনায় হামলা করলে সরকার অস্ত্র ব্যবহার করতে বাধ্য হবে।
বাংলাদেশ সময়: ৯:৫৪:২৮ ৪৬৬ বার পঠিত