শুক্রবার, ২৫ নভেম্বর ২০২২
কিছু লোক দেশের চিকিৎসায় আস্থা রাখতে পারে না-শেখ হাসিনা
Home Page » জাতীয় » কিছু লোক দেশের চিকিৎসায় আস্থা রাখতে পারে না-শেখ হাসিনাবঙ্গ-নিউজ: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘দেশের কিছু লোক দেশের চিকিৎসা ব্যবস্থায় আস্থা রাখতে পারে না। তারা সামান্য সর্দি-কাশি হলে বিদেশে চলে যায়। করোনার সময় বিদেশে যেতে না পেরে বাধ্য হয়ে দেশে চিকিৎসা নিয়েছে।’
আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘বাংলাদেশ ষড়ঋতুর দেশ। এখানে ঋতুর সাথে সাথে মানুষের মনও বদলায়। তাই তারা (বিরোধীরা) আমাদের উন্নয়নের কথা ভুলে যায়।’আজ রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) ৫ম জাতীয় সম্মেলনে এ কথা বলেন প্রধানমন্ত্রী।
এ সময় প্রধানমন্ত্রী আরও বলেন, ‘আওয়ামী লীগ বাংলাদেশে প্রথম মেডিকেল বিশ্ববিদ্যালয় করে। এখন সেটা প্রত্যেকটা বিভাগে করে দিচ্ছি। আমাদের দেশে শিশু ও মায়ের মৃত্যুহার বেশি ছিল। মৃত্যুহার কমানোর জন্য আমরা বিনামূল্যে ওষুধ দিচ্ছি।’
তিনি বলেন, ‘করোনার সময় সরকারকে অনেক টাকা ব্যয় করতে হয়েছে। করোনা ভ্যাকসিনের পেছনে টাকা ব্যয় নিয়ে অনেক কথা বলা হচ্ছে। কিন্তু এই ভ্যাকসিন কি এমনি এমনি এসেছে? আমরাতো প্লেন ভাড়া করে এসব টিকা এনেছি। মানুষকে বিনামূল্যে দিয়েছি। সেসব কাজ করাতে চিকিৎসক ও নার্সদেরও প্রশিক্ষণ দিতে হয়েছে।’
এ সময় উপস্থিত ছিলেন স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) সভাপতি অধ্যাপক ডা. এম ইকবাল আর্সলান, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ অনেকে।
বাংলাদেশ সময়: ২১:১২:৩৫ ২৬৮ বার পঠিত #আস্থা #চিকিৎসা #বিদেশ #শেখ হাসিনা