বুধবার, ২৩ নভেম্বর ২০২২
৫০ বছরের গৌরব নিয়ে জাবির বাংলা বিভাগ বিশাল ‘সুবর্ণ জয়ন্তী’ উৎসব আয়োজন করেছে
Home Page » শিক্ষাঙ্গন » ৫০ বছরের গৌরব নিয়ে জাবির বাংলা বিভাগ বিশাল ‘সুবর্ণ জয়ন্তী’ উৎসব আয়োজন করেছেঅধ্যাপক লুৎফর রহমান জয়, ২২ব্যাচ বাংলা জাবিঃ “বাংলার বুকে সমবেত সুখে” শ্লোগানে বিশাল আয়োজনের মাধ্যমে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ ৫০ বছরের গৌরব নিয়ে তার ‘সুবর্ণ জয়ন্তী’ উৎসব উদযাপন করছে। গত ১১ই নভেম্বর ২০২২ এ এই উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড নুরুল আলম। ৫০ দিন আগে কাউনডাউনের মাধ্যমে এই বিশাল আয়োজন শুরু হয় । নানা বর্নিল আয়োজনে নবান্ন উৎসবে খেলাধুলা, মুক্ত আলোচনা, সাংস্কৃতিক পরিবেশনা , ভাষা সাহিত্য প্রতিযোগিতা, আর্টক্যাম্প, সাহিত্যিক সম্মেলন, প্রকাশনা-গবেষণা, স্মৃতিচারণ, সম্মাননা প্রদান, ডকুমেন্ট্রি নির্মাণ, থিম সঙ্গীত পরিবেশনা, বিভাগের সাংস্কৃতিক পরিবেশনাসহ নৃত্যানুষ্ঠান ও ব্যান্ডসঙ্গীতের মাধ্যমে মুক্তমঞ্চে ৩০শে ডিসেম্বর ২০২২ এ শেষ হবে এই অনুষ্ঠান।
বাংলাদেশ সময়: ২২:১৪:৪৬ ৬৪৮ বার পঠিত #বাংলা বিভাগ জাবি #সুবর্ণ জয়ন্তী #৫০ বছর