শনিবার, ৩১ আগস্ট ২০১৩
“নোবেলজয়ী কবি সিমাস হিনি আর নেই”
Home Page » এক্সক্লুসিভ » “নোবেলজয়ী কবি সিমাস হিনি আর নেই”বঙ্গ-নিউজ ডটকম:নোবেলজয়ী আইরিশ কবি হিমাস হিনি আর নেই। অসুস্থতা নিয়ে ৭৪ বছর বয়সে মৃত্যু হয়েছে তার।১৯৯৫ সালে সাহিত্যে নোবেলজয়ী হিনিকে ডাব্লিও বি ইয়েটসের পরে সবেচেয়ে শক্তিমান কবি হিসেবে মনে করেন সাহিত্য সমালোচকরা।
বেশ কিছুদিন ধরেই হিনির স্বাস্থ্য ভালো যাচ্ছিল না। ২০১০ সালে স্ট্রোক হয়েছিল তার।
শুক্রবার কবির পরিবার এক বিবৃতিতে মৃত্যুর কথা জানান। আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিনে একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। সেখানেই তার মৃত্যু হয়।
বাংলাদেশ সময়: ৯:১৯:৩১ ৪২০ বার পঠিত