রবিবার, ২০ নভেম্বর ২০২২
মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামি ধরতে ২০ লাখ টাকা পুরস্কার ঘোষণা
Home Page » জাতীয় » মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামি ধরতে ২০ লাখ টাকা পুরস্কার ঘোষণাবঙ্গ-নিউজ: আদালতে হাজির করার সময় পুলিশের চোখে স্প্রে মেরে পালিয়েছে দুই জঙ্গি। আদালত চত্তর থেকে পালিয়ে যাওয়া মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামিকে ধরতে ২০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছে বাংলাদেশ পুলিশ। ওই দুই আসামি হলেন- মইনুল হাসান শামীম ও আবু সিদ্দিক সোহেল ওরফে সাকিব ওরফে সাজিদ ওরফে শাহাব। তারা প্রকাশক ফয়সাল আরেফিন দীপন ও লেখক অভিজিৎ রায় হত্যায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামি। পুলিশের জনসংযোগ কর্মকর্তা কামরুল আহছান বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে রোববার দুপুরে অন্য একটি মামলায় ওই দুই আসামিসহ ১৪ জনকে ঢাকার সন্ত্রাস দমন বিশেষ ট্রাইব্যুনাল আদালতে হাজির করা হয়। শুনানি শেষে আদালত চত্তর থেকে পালিয়ে যান মইনুল হাসান শামীম ও আবু সিদ্দিক সোহেল।
ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের প্রধান হারুন আর রশীদ বলেছেন, পুলিশের চোখে এক ধরনের স্প্রে করে আসামিরা পালিয়ে যায়। তাদের ধরতে অভিযান চলছে। সারা দেশে সতর্ক বার্তা পাঠানো হয়েছে। অলিগলিতে তল্লাশি শুরু হয়েছে। ঢাকার সব পয়েন্টে চেকপোস্ট বসানো হয়েছে।
২০১৫ সালের ৩১ অক্টোবর আজিজ সুপার মার্কেটে নিজ প্রতিষ্ঠান জাগৃতি প্রকাশনীর কার্যালয়ে হত্যার শিকার হন ফয়সাল আরেফিন দীপন। এ হত্যা মামলায় মেজর সৈয়দ জিয়াউল হক জিয়াসহ আটজনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। এদের মধ্যে নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের এ দুই সদস্যও রয়েছেন। লেখক অভিজিৎ রায় হত্যা মামলাতেও আবু সিদ্দিক সোহেলের ফাঁসির রায় হয়েছে।
বাংলাদেশ সময়: ২০:৪৮:৫০ ২০১ বার পঠিত # #আদালত #পুরস্কার #পুলিশ #শামীম-সোহেল