শনিবার, ৩১ আগস্ট ২০১৩
বাংলাদেশের গার্মেন্টস্ খাতের উন্নয়নে ৫০ মিলিয়ন ডলার ঋণের ঘোষণা ওয়ালমার্টের
Home Page » অর্থ ও বানিজ্য » বাংলাদেশের গার্মেন্টস্ খাতের উন্নয়নে ৫০ মিলিয়ন ডলার ঋণের ঘোষণা ওয়ালমার্টেরবঙ্গ-নিউজ ডটকম: বাংলাদেশের গার্মেন্ট খাতের উন্নয়নে স্বল্প সুদে ঋণ দিতে প্রস্তুত বলে জানিয়েছে ওয়ালমার্ট। গত বৃহস্পতিবার এক বিবৃতিতে ওয়ালমার্টঘোষণা দিয়ে জানিয়েছে, স্বল্প সুদে ৫০ মিলিয়ন ডলার ঋণ ও অন্যান্য সুবিধা দিতে ওয়ালমার্ট প্রস্তুত বলে জানানো হয়েছে।
ঋণ বিষয়ে ওয়ালমার্টেও গ্লোবাল চিফ কমপ্লাইন্স অফিসার জে জরগেনসেন জানান, ঠিক কিভাবে কারখানাগুলোর নিরাপত্তা উন্নয়নের জন্য সুবিধাজনক উপায় খুঁজে বের করা যায় এ বিষয়ে বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে কথা বলছেন তারা। ঋণের মাধ্যমে কিংবা শিপমেন্টের আগে অগ্রিম অর্থ পরিশোধ অথবা যে কোনো উপায়ে এটা হতে পারে।
বিবৃতিতে বলা হয়, গত কয়েক মাস ধরে বাংলাদেশের গার্মেন্টস কারখানাগুলোর শ্রম পরিবেশ ও নিরাপত্তা উন্নয়নের বিষয়টির দিকে নজর রাখছে ওয়ালমার্ট।
বাংলাদেশ সময়: ০:৫০:১৯ ৪০৯ বার পঠিত