শনিবার, ১৯ নভেম্বর ২০২২
সেই আদিবাসী কিশোরীর পাশে সাজেদা আহমেদ
Home Page » সারাদেশ » সেই আদিবাসী কিশোরীর পাশে সাজেদা আহমেদবঙ্গ-নিউজ:সুনামগঞ্জ জেলার মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা উত্তর ইউনিয়নের আদিবাসী হাজং ধষর্ণ চেষ্টার শিকার কিশোরীর পাশে দাঁড়ালেন মধ্যনগর উপজেলা আওয়ামী লীগের সদস্য সাজেদা আহমেদ।
শনিবার (১৯ নভেম্বর) সকাল ১১ টার দিকে ওই কিশোরীর বাড়িতে গিয়ে তার পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন সাজেদা আহমেদ।
উল্লেখ্য, বংশীকুন্ডা উত্তর ইউনিয়নের বান্দ্রা গ্রামের এক আদিবাসী কিশোরী (১৪) কে ধর্ষণের চেষ্টার অভিযোগ পাওয়া যায়। গত বুধবার (৯ নভেম্বর) সন্ধ্যা সারে ৫ টার দিকে এই ঘটনা ঘটে। পরে একই গ্রামের মৃত সিদ্দিকের ছেলে শাহাদাৎ (২১) ও রাশিদ মিয়ার ছেলে রফিক (৩৩) কে আসামী করে থানায় মামলা করা হয়।পুলিশ তাৎক্ষণিক রফিক কে গ্রেফতার করে।
সাজেদা আহমেদ বলেন,আমি শুনেছি ওই ঘটনায় একজনকে পুলিশ গ্রেফতার করেছে।আজ আমি ওই কিশোরীর বাড়িতে গিয়ে তার পাশে দাঁড়ানোর প্রত্যয় ব্যক্ত করেছি।ওই কিশোরী কে আমার পক্ষ থেকে সবধরনের সহযোগিতা করা হবে।
বাংলাদেশ সময়: ১৪:১৩:০৯ ২৬৬ বার পঠিত