শনিবার, ১৯ নভেম্বর ২০২২

হাওরে করচের চারা রোপণ

Home Page » সারাদেশ » হাওরে করচের চারা রোপণ
শনিবার, ১৯ নভেম্বর ২০২২



হাওরে করচের চারা রোপণ  করছেন ইউএনও নাহিদ হাসান খানসুনামগঞ্জ জেলার মধ্যনগর উপজেলার বোয়ালা ও গুরমার হাওরে করচের চারা রোপন করা হয়েছে। শুক্রবার (১৮ নভেম্বর)  বিকালে উপজেলার বোয়ালা হাওর ও গুরমার হাওরের ভাসমান কান্দায় ও কলমাকান্দা মধ্যনগর সড়কের পাশে হাওর ভলান্টিয়ারর্স বাংলাদেশ নামক একটি সংগঠনের উদ্যোগে করচের তিনশতাধিক চারা রোপণ করা হয়।এই কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)  নাহিদ হাসান খান।

উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পরিতোষ সরকার,শ্রম বিষয়ক সম্পাদক উপানন্দ সরকার,উপজেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সদস্য সচিব আলাউদ্দিন, হাওর ভলান্টিয়ারর্স বাংলাদেশের সভাপতি অসীম সরকার,শিক্ষক মলয় সরকার,উপজেলা হাওর ভলান্টিয়ারর্সের আহ্বায়ক নিগম ভট্টাচার্য,সেনা সদস্য আশিষ সরকার প্রমুখ।

বাংলাদেশ সময়: ৮:৩৮:৫৬   ২২২ বার পঠিত   #  #