শুক্রবার, ৩০ আগস্ট ২০১৩

“প্রসেনজিৎনাচবেন ঐশ্বরিয়া ও রাণীকে নিয়ে”

Home Page » বিনোদন » “প্রসেনজিৎনাচবেন ঐশ্বরিয়া ও রাণীকে নিয়ে”
শুক্রবার, ৩০ আগস্ট ২০১৩



untitled-bg-72520130830021838.jpgবঙ্গ-নিউজ ডটকম:বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রায় বচ্চন এবং রাণী মুখার্জিকে দেখা যাবে টালিউড অভিনেতা প্রসেনজিতের সঙ্গে। না, নতুন কোন চলচ্চিত্রে অভিনয় করছেন না তিনজন মিলে। একটি নাচে অংশ নেবেন তারা।

এর আগে ঐশ্বরিয়া এবং রাণী মুখার্জি দুজনের সাথেই অভিনয় করেছেন প্রসেনজিৎ। রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস অবলম্বনে নির্মিত ‘চোখের বালি’ তে অভিনয় করেছেন প্রসেনজিৎ-ঐশ্বরিয়া জুটি। আর ‘বিয়ের ফুল’ চলচ্চিত্রে প্রসেনজিতের সাথে অভিনয় করেছেন রাণী মুখার্জি।

এ বছর পূর্ণ হয়েছে টালিউডে প্রসেনজিতের ত্রিশ বছর। উপলক্ষটিকে উদযাপন করতে টালিউড ফিল্ম ইন্ডাস্ট্রি আয়োজন করেছে ‘৩০-এ প্রসেনজিৎ’ শীর্ষক অনুষ্ঠানের। আগামী ১৪ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া অনুষ্ঠানে প্রসেনজিতের জন্য মঞ্চে উপস্থিত হবেন বলিউড-টালিউডের একঝাঁক তারকা। তাদের মধ্যে আছেন বলিউড অভিনেত্রী জুহি চাওলা।

টালিউডের কলাকুশলীদের মধ্যে থাকবেন ঋতুপর্ণা সেনগুপ্ত, শতাব্দী বিশ্বাস সহ বর্তমান প্রজন্মের শীর্ষস্থানীয় সব তারকারা।

বাংলাদেশ সময়: ১৯:৫৮:১৯   ৪৩০ বার পঠিত