শুক্রবার, ৩০ আগস্ট ২০১৩
“দিলরুবা আবার ও রাজের নাটকে”
Home Page » বিনোদন » “দিলরুবা আবার ও রাজের নাটকে”বঙ্গ-নিউজ ডটকম:প্রথমবার মোস্তফা কামাল রাজের পরিচালনায় ‘ইডিয়টস’ নাটকে অভিনয় করেন বড় পর্দার নায়িকা পূর্ণিমার বড় বোন দিলরুবা হানিফ। এবার একই পরিচালকের নির্দেশনায় চ্যানেল নাইনের জন্য আরেকটি ধারাবাহিক নাটকে অভিনয় করছেন তিনি। নাম ‘গেইম’।
গত ২৫, ২৬, ২৮ আগস্ট শাহজালাল বিমানবন্দরের বিপরীত এক কলোনিতে নাটকটির শুটিং করেছেন।
নাটকটি নিয়ে দিলরুবা বলেন, রাজ ভাইয়ের নাটকে কাজ করতে বেশ ভালো লাগে। কারণ, এখানে শুটিং না থাকলেও আনন্দ আর শুটিং থাকলেও আনন্দ। সব সময়ই হাসি ঠাট্টা, আড্ডার মধ্য দিয়ে কাজ করতে পারি।
তিনি আরও বলেন, কয়েকদিন কাজ করে মনে হয়েছে, এখানে মূলত কলোনির ভিতরের মানুষদের জীবন নিয়ে কাহিনী। এখানে আমাকেও কলোনির একজন বাসিন্দা হিসেবে দেখা যাবে। যেখানে আমাকে চঞ্চল চৌধুরী, হাসান মাসুদের বিপরীতে অভিনয় করেছি।
চ্যানেল নাইনে বর্তমানে প্রচারিত এ নাটকটিতে আরও অভিনয় করেছেন পূর্ণিমা, মাজনুন মিজান, নাফিজা , উর্মিলা প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৯:৪৯:৩৬ ৯১৮ বার পঠিত