শনিবার, ১২ নভেম্বর ২০২২
মধ্যনগরে ইউডিসির প্রতিষ্ঠা বার্ষিকী পালন
Home Page » সারাদেশ » মধ্যনগরে ইউডিসির প্রতিষ্ঠা বার্ষিকী পালনবঙ্গ-নিউজ:সুনামগঞ্জ জেলার মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা উত্তর ইউনিয়নে ডিজিটাল সেন্টারের প্রতিষ্ঠা বার্ষিকীর এক যুগ উপলক্ষে কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় উপজেলার বংশীকুন্ডা উত্তর ইউনিয়ন ডিজিটাল সেন্টারে এই প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়।
এটি ভার্চুয়ালি উদ্বোধন করেন মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদ হাসান খান।
এই সময় উপস্থিত ছিলেন বংশীকুন্ডা উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরনবী তালুকদার,সাবেক চেয়ারম্যান বিল্লাল হোসেন,সাবেক ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবু সাঈদ,শিক্ষক শরীফ মাস্টার,আওয়ামী লীগ নেতা জালাল উদ্দিন,উদ্যোক্তা শফিকুল ইসলাম সবুজ,নারী উদ্যোক্তা মনোয়ারা বেগম শিল্পী প্রমুখ।
বাংলাদেশ সময়: ৬:০৬:২৩ ৩৩৫ বার পঠিত #ইউডিসি #মধ্যনগর #সুনামগঞ্জ