বৃহস্পতিবার, ১০ নভেম্বর ২০২২

মালদ্বীপে অগ্নিকাণ্ড : ভারত বাংলাদেশিসহ নিহত ১১

Home Page » জাতীয় » মালদ্বীপে অগ্নিকাণ্ড : ভারত বাংলাদেশিসহ নিহত ১১
বৃহস্পতিবার, ১০ নভেম্বর ২০২২



মালদ্বীপের রাজধানী মালেতে ভয়াবহ এক অগ্নিকাণ্ড

বঙ্গ-নিউজ :  মালদ্বীপের রাজধানী মালেতে ভয়াবহ এক অগ্নিকাণ্ডে বাংলাদেশি অভিবাসী শ্রমিকসহ অন্তত ১১ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন বাংলাদেশি ও ৯ জন ভারতীয় শ্রমিক রয়েছেন বলে জানা গেছে। একজনের পরিচয় জানা যায়নি। গতকাল বুধবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে।

স্থানীয় কর্মকর্তাদের বরাতে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, আগুন নিয়ন্ত্রণে আসার পর ভবনটি থেকে অভিবাসী শ্রমিকদের মরদেহগুলো উদ্ধার করা হয়। এই ভবনটিতে অভিবাসী শ্রমিকরা থাকতেন। ধারণা করা হচ্ছে, ভবনটির নিচতলার গ্যারেজে সংস্কারের জন্য রাখা একটি গাড়ি থেকে আগুনের সূত্রপাত হয়েছে। চার ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন ফায়ার সার্ভিস কর্মীরা।

এদিকে মালদ্বীপে অবস্থিত ভারতের হাইকমিশন বলেছে, অগ্নিকাণ্ডে হতাহতদের ভারতীয় নাগরিকও রয়েছেন।

অন্যদিকে মালদ্বীপের ন্যাশনাল ডিফেন্স ফোর্সের (এমএনডিএফ) বরাতে স্থানীয় সান অনলাইন ইন্টারন্যাশনাল নিউজ পোর্টাল জানিয়েছে, ওই ভবনটিতে ৩৮ জন অভিবাসী শ্রমিক বাস করতেন। ঘটনাস্থল থেকে ২৭ জনকে উদ্ধার করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩:৪৬:০৫   ২৭৬ বার পঠিত   #  #  #  #