শুক্রবার, ৩০ আগস্ট ২০১৩

“এখনো মামলা হয়নি পুলিশ কর্মকর্তা হত্যায় “

Home Page » জাতীয় » “এখনো মামলা হয়নি পুলিশ কর্মকর্তা হত্যায় “
শুক্রবার, ৩০ আগস্ট ২০১৩



korim-sm420130830064857.jpgবঙ্গ-নিউজ ডটকম : রাজধানীর রামপুরায় সাবেক অতিরিক্ত পুলিশ সুপার ফজলুল করিম খান হত্যার ঘটনায় এখনো কোনো মামলা হয়নি।শুক্রবার বিকেল সাড়ে ৫টা পর্যন্ত রামপুরা থানায় মামলা না হওয়ার কথা জানিয়েছেন থানার ওসি দেলোয়ার হোসেন।

তবে তিনি জানিয়েছেন, রাতে মামলা দায়ের হতে পারে।

প্রকাশ্যে চাঞ্চল্যকর হত্যার ঘটনায় খুনিদের গ্রেফতারে র‌্যাব ও গোয়েন্দা পুলিশের বেশ কয়েকটি টিম ইতোমধ্যে মাঠে নেমেছে। ড্রাইভার লিটন ছাড়াও বৃহস্পতিবার রাতে রামপুরার বেশ কিছু সন্দেহভাজনকে আটক করা হয়েছে বলে গোয়েন্দা সূত্রে জানা গেছে।

রামপুরা থানার ওসি দেলোয়ার হোসেন বাংলানিউজকে বলেন, এখন পর্যন্ত অতিরিক্ত পুলিশ সুপার ফজলুল করিম খান হত্যার ঘটনায় থানায় মামলা হয়নি। তবে রাতের বেলায় পরিবার পক্ষ থেকে মামলা দায়ের করা হবে বলে জানান তিনি।

তিনি বলেন, মামলা না হলে সম্ভ্যাব্য খুনিদের গ্রেফতারে থানা পুলিশের টিমের পাশাপাশি ডিবি পুলিশ এবং র‌্যাব কাজ করছে। চাঞ্চল্যকর এই খুনের ঘটনার রহস্য উন্মোচনে সকল সংস্থাই আন্তরিকতার সঙ্গে চেষ্টা করে যাচ্ছেন।

কি কারণে এই হত্যাকান্ড ঘটেছে এমন প্রশ্নে ওসি বলেন,পরিবারের অভিযোগ জমি নিয়ে বিরোধের কথা বলা হয়েছে। এটাকে সামনে নিয়ে আরো কারণ নিয়ে অনুসন্ধান করা হচ্ছে। তবে এক্ষুণি কিছু বলা যাচ্ছে না।

নিহতের শ্যালক তৌহিদ কাশেম প্রিন্স  বলেন, পরিবারের সদস্যরা মুন্সিগঞ্জে থাকার কারণে এখনো মামলা দায়ের করা হয় নি। তবে তারা শুক্রবার সন্ধ্যার দিকে ফিরে আসার কথা রয়েছে। তারা ফিরে আসলেই আমরা থানায় যাবো।

তিনি জানান, মামলার বাদী হবেন নিহত ফজলুল করিম খানের একমাত্র জামাই ব্যারিষ্টার মুকিম উদ্দীন খান জাহান আলী চৌধুরী।

এদিকে ঘটনার পর থেকে খুনিদের গ্রেফতারে মাঠে নেমেছে র‌্যাব, পুলিশ ও গোয়েন্দা পুলিশের বিশেষ টিম। গত রাতে রামপুরা এলাকা থেকে বেশ কয়েকজন সন্দহভাজনকে গোয়েন্দা পুলিশ আটক করেছে সূত্র জানিয়েছে।

গোয়েন্দা পুলিশের একটি সূত্র জানায়, খুন হওয়ার কয়েকদিন আগে ফজলুল করিম খানের সঙ্গে ওই এলাকার কয়েকজন মাদক ব্যবসায়ীর সঙ্গে হাতাহাতি ঘটে। এরই প্রতিশোধ হিসেবে তারা এ হত্যাকান্ড ঘটাতে পারে কি না সেটি জোর দিয়েই তদন্ত করা হচ্ছে।

তবে পরিবারের পক্ষ থেকে জমি নিয়ে বিরোধের ব্যাপারে হত্যাকান্ড ঘটতে পারে বলে পুলিশকে জানিয়েছিল নিহতের পরিবার।

প্রসঙ্গতঃ সিআইডি পুলিশের সাবেক অতিরিক্ত পুলিশ সুপার ফজলুল করিম খানকে বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে পত্রিকা পড়া অবস্থায় তিন যুবক বাসায় ঢুকে তাকে গুলি করে হত্যা করে।

বাংলাদেশ সময়: ১৯:০২:১৬   ৪০৬ বার পঠিত