শুক্রবার, ৩০ আগস্ট ২০১৩
“বোল্ট আবার ও জুরিখে সেরা “
Home Page » খেলা » “বোল্ট আবার ও জুরিখে সেরা “বঙ্গ-নিউজ ডটকম :মস্কোয় বিশ্ব অ্যাথলেটিক চ্যাম্পিয়নশিপস শেষে বৃহস্পতিবার প্রথমবারের মতো ট্র্যাকে নামলেন জ্যামাইকান স্প্রিন্টার উসাইন বোল্ট। জুরিখ ডায়মন্ড লিগে খানিকটা ক্লান্ত থাকলেও এক নম্বরে থেকেই ১০০ মিটারে দৌড় শেষ করেছেন বিশ্বমঞ্চে আটটি স্বর্ণজেতা এই তারকা।শুরুটা হয়েছিল মন্থরগতিতে। শেষদিকে গতি বাড়িয়ে সবার আগে ফিনিশিং লাইন পার হন বোল্ট। ৯.৯০ সেকেন্ডে প্রথম হয়েছেন তিনি। স্বদেশী নিকেল অ্যাশমিড ৯.৯৪ সেকেন্ডে দ্বিতীয় হয়েছেন। মস্কোয় রৌপ্য জেতা আমেরিকান তারকা জাস্টিন গ্যাটলিন এদিন শেষ করেছেন তিন নম্বরে থেকে।
জুরিখের ট্র্যাক মাতিয়ে বোল্ট বললেন,‘আমি ক্লান্ত। কিন্তু ভালো ব্যাপার হচ্ছে বাকিরাও ক্লান্ত ছিল। জিততে পেরে আমি খুশি। জয়ের ধারায় থাকতে চাই।’
আরেক জ্যামাইকান শেলি-অ্যান ফ্রেসার-প্রাইস ২২.৪০ সেকেন্ডে জিতেছেন ২০০ মিটার। মস্কোয় প্রথম নারী হিসেবে বিশ্বমঞ্চে হ্যাটট্রিক স্বর্ণ জিতেছিলেন প্রাইস।
বাংলাদেশ সময়: ১৮:৩০:২৭ ৩৮৫ বার পঠিত