বৃহস্পতিবার, ৬ অক্টোবর ২০২২

মধ্যনগরে আওয়ামী লীগ প্রার্থী খায়রুল কবির রুমেনের জনসংযোগ

Home Page » সারাদেশ » মধ্যনগরে আওয়ামী লীগ প্রার্থী খায়রুল কবির রুমেনের জনসংযোগ
বৃহস্পতিবার, ৬ অক্টোবর ২০২২



মধ্যনগরে আওয়ামী লীগ প্রার্থী খায়রুল কবির রুমেনের জনসংযোগবঙ্গ-নিউজ: সুনামগঞ্জ জেলা পরিষদের নির্বাচন কে সামনে রেখে মধ্যনগর উপজেলায় জনসংযোগ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় মনোনীত প্রার্থী ড. খায়রুল কবির রুমেন।

বৃহস্পতিবার সকাল থেকে উপজেলার মধ্যনগর সদর, চামরদানী, বংশীকুন্ডা দক্ষিণ ও বংশীকুন্ডা উত্তর ইউনিয়নের ভোটারদের সাথে জনসংযোগ করা হয়।

এই সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হায়দার চৌধুরী লিটন, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আখতারুজ্জামান সেলিম,মধ্যনগর উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি সজল কান্তি সরকার,বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রাসেল আহমদ, সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সঞ্জীব রঞ্জন তালুকদার টিটু,চামরদানী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলমগীর খসরু, বংশীকুন্ডা উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরনবী তালুকদার, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আলাউদ্দিন,জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রফিক আহমেদ চৌধুরী প্রমুখ।

বাংলাদেশ সময়: ২০:৩৪:০৯   ৪৩০ বার পঠিত   #  #