শুক্রবার, ৩০ সেপ্টেম্বর ২০২২

মধ্যনগরে আব্দুস সালামের জনসংযোগ

Home Page » সারাদেশ » মধ্যনগরে আব্দুস সালামের জনসংযোগ
শুক্রবার, ৩০ সেপ্টেম্বর ২০২২



মধ্যনগরে আব্দুস সালামের জনসংযোগস্টাফ রিপোর্টার,বঙ্গ-নিউজ:সুনামগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে ২ নম্বর ওয়ার্ড (মধ্যনগর উপজেলা)  সদস্য পদে মধ্যনগর সদর ইউনিয়ন ও চামরদানী ইউনিয়নের ইউনিয়নের ভোটারদের সাথে জনসংযোগ করেছেন।


বৃহস্পতিবার দুপুরে মধ্যনগর ও চামরদানী ইউনিয়নের ভোটারদের সাথে জনসংযোগ করেছেন আব্দুস সালাম।এই সময় উপস্থিত ছিলেন মধ্যনগর উপজেলা জাতীয় শ্রমিক লীগের সভাপতি শামসুদ্দিন মাস্টার, সাবেক বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মঞ্জুরুল হক ও সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান, সংরক্ষিত নারী সদস্য ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।


আব্দুস সালাম বলেন, আগামী ১৭ অক্টোবর আমাদের জেলা পরিষদ নির্বাচন। ওই নির্বাচনে ২ নম্বর ওয়ার্ড মধ্যনগর উপজেলায় সদস্য পদ প্রার্থী।আশা করি এই নির্বাচনে মধ্যনগর উপজেলার ৪ টি ইউনিয়নের সকল ভোটারেরা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করে জনগণের সেবা করার সুযোগ দেবে।

বাংলাদেশ সময়: ১৯:৩৪:১৪   ৩৭৯ বার পঠিত   #  #