শুক্রবার, ২৩ সেপ্টেম্বর ২০২২

প্রশ্নপত্র ফাঁস, আরও দুই পরীক্ষার প্রশ্ন বাতিল

Home Page » জাতীয় » প্রশ্নপত্র ফাঁস, আরও দুই পরীক্ষার প্রশ্ন বাতিল
শুক্রবার, ২৩ সেপ্টেম্বর ২০২২



লোগো- দিনাজপুর শিক্ষাবোর্ড

বঙ্গ-নিউজ: প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে দুদিন আগে দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের অধীনে চলমান এসএসসির ৪টি বিষয়ের পরীক্ষা স্থগিত করা হয়েছিল। একই অভিযোগে এবার শিক্ষাবোর্ডটির আরও দুটি পরীক্ষার প্রশ্নপত্র বাতিল করা হয়েছে। পরীক্ষাগুলো হলো- উচ্চতর গণিত ও জীববিজ্ঞান।

lগতকাল  রাতে দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. কামরুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি থেকে এই তথ্য জানা যায়। নতুন প্রশ্নে এই দুটি বিষয়ের পরীক্ষা নেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

প্রশ্নফাঁস হওয়ার ঘটনা প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় এর আগে গত ২১ সেপ্টেম্বর চলমান এসএসসির ৪টি বিষয়ের পরীক্ষা স্থগিত করা হয়। বিষয়গুলো হলো- পদার্থবিজ্ঞান, রসায়ন, গণিত ও কৃষিবিজ্ঞান। পরদিন ২২ সেপ্টেম্বর এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্থগিত করা এই চার বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ১০-১৩ অক্টোবর।

বাংলাদেশ সময়: ২০:৩৪:৩৬   ২৯৭ বার পঠিত   #  #  #  #  #