বুধবার, ২১ সেপ্টেম্বর ২০২২
রাত পোহালে মঞ্চে উঠবে ”এবং ইন্দ্রজিৎ”
Home Page » প্রথমপাতা » রাত পোহালে মঞ্চে উঠবে ”এবং ইন্দ্রজিৎ”ডেস্ক রিপোর্ট: শুরু হতে যাচ্ছে দিক নাট্যোৎসব-২০২২। ”নাটকে সাম্যের আন্দোলন, জীবনের ভাষায় মুক্তি অন্বেষণ” প্রতিপাদ্যকে সামনে রেখে দিক থিয়েটার প্রতিবছর ন্যায় এবারো “যুগান্তরে দিক” শিরোনামে শুরু করতে যাচ্ছে দিক নাট্যোৎসব।
৩ দিন ব্যাপি এই উৎসবে ৩ টি নাট্য দল পরিবেশন করবে তাদের প্রযোজনা। আগামীকাল ২২শে সেপ্টেম্বর রবিবার মঞ্চে উঠবে “এবং ইন্দ্রজিৎ” রচনা: বাদল সরকার, নির্দেশনা:পাপ্পু রায়, পুনঃনির্দেশনা: আবুল বাছিত সাদাফ, সহ-নির্দেশনা: সাইদুল হাসান ও আর্নিকা দেব।
আগামীকাল সন্ধ্যা ০৬ঃ৩০ মিনিট শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে (শাবিপ্রবি)অনুষ্টিত হবে
২৩ শে সেপ্টেম্বর শুক্রবার “সুইট এন্ড টুয়েন্টি” ঢাকা বিশ্ববিদ্যালয় নাট্য সংসদ। ২৪ শে সেপ্টেম্বর “কিওনখোলার কিচ্ছা” জগন্নাথ বিশ্ববিদ্যালয় রঙ্গভূমি( জগন্নাথ বিশ্ববিদ্যালয়)
বাংলাদেশ সময়: ২২:১১:৪২ ৩১৩ বার পঠিত #থিয়েটার #দিক নাট্যোৎসব #যুগান্তরে দিক #শাবিপ্রবি