বুধবার, ২১ সেপ্টেম্বর ২০২২

গোলরক্ষক রুপনার জন্য ঘর নির্মাণের নির্দেশ প্রধানমন্ত্রীর

Home Page » খেলা » গোলরক্ষক রুপনার জন্য ঘর নির্মাণের নির্দেশ প্রধানমন্ত্রীর
বুধবার, ২১ সেপ্টেম্বর ২০২২



গোলরক্ষক রুপনার জন্য ঘর নির্মাণের নির্দেশ প্রধানমন্ত্রীর

বঙ্গনিউজঃ     নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ নারী দল। ওই দলের অন্যতম সদস্য গোলরক্ষক রুপনা চাকমার জন্য নিজ শহর রাঙ্গামাটিতে একটি ঘর নির্মাণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বাংলাদেশ সাফ চ্যাম্পিয়ন হওয়ার পর রাঙ্গামাটির পাহাড়ে রুপনাদের জীর্ণ ঘর সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনায় আসে। বিষয়টি নজরে আসায় প্রধানমন্ত্রী এই নির্দেশ দিয়েছেন।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বাংলাদেশ সংবাদ সংস্থাকে (বাসস) বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, যুক্তরাষ্ট্রে অবস্থানরত প্রধানমন্ত্রী রুপনা চাকমার ঘর নির্মাণের নির্দেশ দিয়েছেন।

রাঙ্গামাটির পাহাড়ে রুপনাদের জীর্ণ ঘর সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনায় আসে

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমানে জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৭তম সম্মেলনে যোগ দিতে নিউইয়র্কে অবস্থান করছেন। এর আগে রাঙ্গামাটির জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান ফুল, মিষ্টি ও ফল নিয়ে রুপনা চাকমা ও ঋতুপূর্ণার বাড়িতে গিয়ে শুভেচ্ছা জানান।

বাংলাদেশ সময়: ১৯:১৭:৪৪   ৪১৮ বার পঠিত   #  #  #  #