রবিবার, ১৮ সেপ্টেম্বর ২০২২
সম্ভব হলে ৩০০ আসনেই হবে ইভিএমের ব্যবহার:ইসি আলমগীর
Home Page » জাতীয় » সম্ভব হলে ৩০০ আসনেই হবে ইভিএমের ব্যবহার:ইসি আলমগীরবঙ্গ-নিউজ: ক্ষমতাসীন আওয়ামী লীগ এবং সমমনা কয়েকটি দল ছাড়া বাকি সবগুলো দল ইলেকট্রনিক ভোটিং মেশিন, ইভিএম ব্যবহার না করার অনুরোধ জানিয়েছিল। তারপরও আগামী জাতীয় সংসদ নির্বাচনে সর্বোচ্চ ১৫০ আসনে ইভিএম ব্যবহারের সিদ্ধান্ত নেয় ইলেকশন কমিশন, ইসি। এবার ৩০০ আসনেই ইভিএমে ভোট হতে পারে বলে জানানো হয়েছে।
আজ রোববার (১৮ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান নির্বাচন কমিশনার মো. আলমগীর। ইভিএম যদি ভালোই হবে, তাহলে বাকি ১৫০ আসনে দেওয়া হচ্ছে না কেন- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, টাকা আর প্রশিক্ষণ পেলে ৩০০ আসনেই ইভিএমে ভোট হবে।
সাংবাদিকদের উদ্দেশে ইসি মো. আলমগীর বলেন, নির্বাচন নিয়ে অভিযোগের শেষ নেই। রাতে ভোট হয়ে গেছে, এমন কথা বারবার শুনে আসছি। এসব যেন আর না হয় সেজন্যই আমরা ইভিএমে ভোট গ্রহণ করার পক্ষে। এই প্রক্রিয়ায় ব্যালট ছিনতাইয়ের কোনো বিষয় নেই। সক্ষমতা অর্জিত হলে ৩০০ আসনেই ইভিএম ব্যবহার করা হবে।
বাংলাদেশ সময়: ২০:৫০:৩৩ ২৫০ বার পঠিত #আলমগীর #ইভিএম #ইসি #ভোট