রবিবার, ১৮ সেপ্টেম্বর ২০২২
ষষ্ঠ বারের মতো বাড়লো খালেদা জিয়ার দণ্ড স্থগিতের মেয়াদ
Home Page » জাতীয় » ষষ্ঠ বারের মতো বাড়লো খালেদা জিয়ার দণ্ড স্থগিতের মেয়াদবঙ্গ-নিউজ: সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ আবারও বাড়ছে। আজ বিষয়টি নিশ্চিত করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক। আইন মন্ত্রণালয়ের ইতিবাচক মতামতের পর এখন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষাসেবা বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হবে।
বরাবরের মতো এবারও সাজা স্থগিতের মেয়াদ বাড়ানো হয়েছে ৬ মাস এবং দুটি শর্তে এই নির্বাহী সিদ্ধান্ত নিয়েছে সরকার। শর্ত দুটি হলো- খালেদা জিয়া বিদেশ যেতে পারবেন না এবং বাসায় থেকে তাকে চিকিৎসা নিতে হবে। এ নিয়ে ষষ্ঠবারের মতো কারাবন্দি খালেদা জিয়ার মুক্তির মেয়াদ বাড়ছে।
খালেদা জিয়ার দণ্ড স্থগিত করা বর্তমান মুক্তির মেয়াদ শেষ হবে আগামী ২৪ সেপ্টেম্বর। এ অবস্থায় গত ১১ সেপ্টেম্বর সাবেক এই প্রধানমন্ত্রীর পরিবারের পক্ষ থেকে দণ্ড স্থগিতের মেয়াদ বাড়ানোর জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে একটি আবেদন করা হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ ব্যাপারে মতামত জানতে চায় আইন মন্ত্রণালয়ের। তার প্রেক্ষিতে ইতিবাচক মত দিয়েছেন আইনমন্ত্রী।
বাংলাদেশ সময়: ২০:৩৪:০৪ ২৩৫ বার পঠিত #খালেদা জিয়া #দন্ড #বাড়লো #মেয়াদ