শনিবার, ১৭ সেপ্টেম্বর ২০২২

ত্যাগী নেতাকর্মীদের বাদ দিয়ে কমিটি গঠণ,৩৮ সদস্যের পদত্যাগ

Home Page » সারাদেশ » ত্যাগী নেতাকর্মীদের বাদ দিয়ে কমিটি গঠণ,৩৮ সদস্যের পদত্যাগ
শনিবার, ১৭ সেপ্টেম্বর ২০২২



---স্টাফ রিপোর্টার,বঙ্গ-নিউজ:দলের ত্যাগী নেতা কর্মীদের   বাদ দিয়ে সুনামগঞ্জ জেলা মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়ন  যুবদলের কমিটি গঠণ করা হয়েছে। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করছেন বংশীকুন্ডা দক্ষিণ  ইউনিয়ন  যুবদলের একাংশের নেতাকর্মীরা।


নেতাকর্মীদের আরও অভিযোগ- দুর্দিনে মাঠে থাকা ত্যাগীদের বাদ দিয়ে টাকার বিনিময়ে ও স্বজনপ্রীতির  মাধ্যমে কমিটি গঠন করা হয়েছে।  এটা আত্মঘাতী সিদ্ধান্ত।

জানা যায়, গত ১২ সেপ্টেম্বর মধ্যনগর উপজেলা যুবদল বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়ন যুবদলের ৫১ সদস্য কমিটির অনুমোদন দেয়।ওই কমিটি ঘোষণার পর  কমিটির  একাংশের ৩৮ জন  পদত্যাগ করেছেন।

ওই কমিটির সহ-সভাপতি এনামুল হক বলেন,বিএনপির আন্দোলন সংগ্রামে যারা শ্রম,ঘাম দিয়েছে, জেল ও জুলুমের শিকার হয়েছে সেইসব নেতা কর্মীদের বাদ দিয়ে কমিটি গঠন করা হয়েছে। ত্যাগীদের অবমূল্যায়ন করার কারনে আমরা ৩৮ জন ওই কমিটি থেকে পদত্যাগ করেছি।


মধ্যনগর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রায়হান উদ্দিন সুহেল বলেন,আমরা কোনো ত্যাগী নেতা কর্মীদের বাদ দিয়ে কমিটি গঠন করিনি।যারা প্রকৃত দল করে তাদের কে নিয়ে কমিটি গঠণ করেছি।

বাংলাদেশ সময়: ২২:৫১:০৪   ৪৫৯ বার পঠিত   #  #