বৃহস্পতিবার, ২৯ আগস্ট ২০১৩
জাতিসংঘের বিশেষজ্ঞরা সিরিয়া ত্যাগ করবে শনিবার
Home Page » বিশ্ব » জাতিসংঘের বিশেষজ্ঞরা সিরিয়া ত্যাগ করবে শনিবারবঙ্গ-নিউজ ডটকম: জাতিসংঘ পর্যবেক্ষক দল শনিবার সকালের মধ্যে সিরিয়া ত্যাগ করবে এবং প্রতিবেদন জমা দেবে বলে জানিয়েছেন মহাসচিব বান কি মুন। সিরিয়ার গৃহযুদ্ধে রাসায়নিক অস্ত্র হামলার ব্যাপারটি তদন্ত করছে জাতিসংঘের বিশেষজ্ঞ দল। গত ১৮ আগস্ট সেখানে যান তারা।
ভিয়েনা সফরে থাকা জাতিসংঘ মহাসচিব বান কি মুন বলেন, ‘সিরিয়ার গৃহযুদ্ধে যে পক্ষই রাসায়নিক অস্ত্র ব্যবহার করেছে তাদের অবশ্যই জবাবদিহি করতে হবে। তবে একটি শান্তিপূর্ণ সমাধান হলে ভালো।’
তিনি আরো বলেন, ‘যে কারো হাতে, যে কোনো কারণে, যে কোনো পরিস্থিতিতেই রাসায়নিক অস্ত্রের ব্যবহার একটি মানবতাবিরোধী অপরাধ। এজন্য অপরাধীদের অবশ্যই জবাবদিহি করতে হবে।’
বান কি মুন সিরিয়ার সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে আলাপ করেছেন।
এসময় জাতিসংঘ পর্যবেক্ষক দল কীভাবে তাদের তদন্ত কার্যক্রম পরিচালনা করছে সে ব্যাপারে ওবামাকে জানান তিনি। এছাড়া জাতিসংঘ পর্যবেক্ষক দল তাদের সংগৃহীত নমুনার পর্যবেক্ষণ এবং প্রমাণাদি যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তর করবে বলেও মুন।
এদিকে বৃহস্পতিবার তৃতীয় দিনের মতো অনুসন্ধান শুরু করেছে জাতিসংঘ পর্যবেক্ষক দল। শুক্রবারও সারাদিন সেখানে থেকে শনিবার সকালে তারা সিরিয়া ত্যাগ করবেন বলে জানান বান কি মুন।
গত সপ্তাহে দামেস্কে ওই জায়গাগুলোতে রাসায়নিক অস্ত্রের হামলায় সহস্রাধিক বেসামরিক নাগরিক নিহত হয়।
জাতিসংঘ মহাসচিব বান কি মুন এখন অস্ট্রিয়া সফরে আছেন। তবে জাতিসংঘ পর্যবেক্ষক দল শনিবার ফিরবে বলে সফর সংক্ষিপ্ত করেছেন তিনি।
বাংলাদেশ সময়: ১৯:০৬:৩৬ ৪০১ বার পঠিত