বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর ২০২২

দেখা হবে কতো দিনে: রাধাবল্লভ রায়

Home Page » বিবিধ » দেখা হবে কতো দিনে: রাধাবল্লভ রায়
বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর ২০২২



রাধাবল্লভ রায়

এমন বাদল দিনে
তোমার কথা পড়ে মনে
আকাশ ঢেকেছে মেঘে
ঘন বরিষণ,
দিন শেষে রাত্রি আসে
বসে আছি তব আশে
ভাবি মনে
আজ বুঝি হবে দরিশন।
নিশি বুঝি হয় শেষ
মনেতে বাড়িলো ক্লেশ
আসিবেনা বন্ধু তুমি
হলোনা দুখের শেষ।
আকাশে মেঘের ভেলা
বাতাশ বইছে করছে খেলা
বসে আছি একেলা
সাঙ্গ বুঝি হবেরে খেলা।
এসেছি পথের শেষে
চেয়ে দেখি আশে পাশে
তুমি বন্ধু নাই পাশে
শুধু আমি একেলা।
করেছি পথের ভুল
দিতে হবে ভুলের মাশুল
বন্ধুরে এজনমে তাই
দেখা না দিলা।

বাংলাদেশ সময়: ২০:০৫:৩৪   ৩৯৩ বার পঠিত   #  #  #