বৃহস্পতিবার, ২৯ আগস্ট ২০১৩
কোনো নির্বাচন হবে না, হাসিনাকে রেখে : ব্যারিস্টার রফিকুল
Home Page » জাতীয় » কোনো নির্বাচন হবে না, হাসিনাকে রেখে : ব্যারিস্টার রফিকুলবঙ্গ-নিউজ ডটকম: শেখ হাসিনাকে ক্ষমতায় রেখে দেশে কোনো নির্বাচন হতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া। বৃহস্পতিবার দুপুর ১২টায় ঢাকা রিপোটার্স ইউনিটি মিলনায়তনে জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) আয়োজিত ‘‘চলমান রাজনৈতিক প্রেক্ষাপট ও করণীয় ’’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।ব্যারিস্টার রফিকুল ইসলাম বলেন, শেখ হাসিনা যখন উপলব্ধি করছেন ক্ষমতায় যাবার কোনো সম্ভাবনা নেই ববং বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে। তখন একক সিদ্ধান্তে আদালতের কথা বলে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেছে। তাই তাকে ক্ষমতায় রেখে দেশে কোনো নির্বাচন হতে দিবে না বিএনপি।
তিনি বলেন, জাতিসংঘের মহাসচিব যে বার্তা পৌঁছে দিয়েছেন তা যদি সরকার বুঝতে না পারে তাহলে আগামীতে যে সংঘাত, সংকট সৃষ্টি হবে তার দায়ভার বর্তমান সরকারকেই বহন করতে হবে।
আগামীতে ক্ষমতার পরিবর্তন হলে সরকারের কৃতকর্মের বিচার করা হবে বলে সরকারের প্রতি হঁশিয়ারি জানান বিএনপি এ নেতা।
নির্বাচন কমিশনের প্রসঙ্গে রফিকুল ইসলাম বলেন, নির্বাচন কমিশনের নিজস্ব কোনো স্বত্তা নেই। শেখ হাসিনা নিদের্শনায় কাজ করে কমিশন।
আগামী নির্বাচন সুষ্ঠ করতে সকল দলের অংশ গ্রহণ চায় দেশের জনগণসহ সমগ্র বিশ্বের সচেতন মহল।
সংগঠনের সভাপতি শফিউল আলম প্রধানের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন, ন্যাশনাল পিপলস টার্পির চেয়ারম্যান গোলাম মোর্তোজা, জাগপার সাধারন সম্পাদক খন্দকার লুৎফর রহমান, জাগপা ছাত্রলীগের সভাপতি সাইফুল আলম।
বাংলাদেশ সময়: ১৮:৪৯:২১ ৩৭৯ বার পঠিত