মঙ্গলবার, ৯ আগস্ট ২০২২
মৃত্যুঞ্জয়ী বঙ্গবন্ধু :স্বপন চক্রবর্তী
Home Page » সাহিত্য » মৃত্যুঞ্জয়ী বঙ্গবন্ধু :স্বপন চক্রবর্তী
পর্বতের চূড়া মাপা যায় যদিও
জয় করা যায় তা
হে বঙ্গবন্ধু, তুমি অজেয়
অসীম তব উচ্চতা।
**
সমুদ্রের তলদেশ ছুঁয়েছে মানুষ
পারি দেয় অনায়াসে
কোন পরিমাপেই সীমাবদ্ধ নও তুমি
সুবিদিত সকল দেশে।
**
তোমার হৃদয়ের গভীরতা কতো
জানেনা আজও কেউ
লোকান্তরে তুমি ,তবু অন্তরে
প্রাণে যে জাগে কত ঢেউ।
**
সূর্যের মতো দ্যুতি নিয়ে তুমি
এসেছিলে দুঃখী বাংলায়
বিশ্ববরেণ্য মহান যে ছিলে তাই
তোমাকে হারায়ে কাঁদে বিশ্ব, কাঁদি মোরা সর্বদায়।
**
তোমার বাংলা আজ উন্নয়নশীল
এটাই যে মোদের গর্ব
তোমাকে যারা করিতে চায় খাট
তারাই হয়েছে আজ খর্ব।
**
ফাঁসীর প্রকোষ্ঠে থেকেও তুমি
হয়েছ বিজয়ী
হে আমার বঙ্গবন্ধু
তুমি অমর, তুমি যে মৃত্যুঞ্জয়ী।
বাংলাদেশ সময়: ১১:৪৬:২৩ ৫০৩ বার পঠিত #অজেয় #বঙ্গবন্ধু #মৃত্যূঞ্জয়ী