সোমবার, ২৫ জুলাই ২০২২
আমি কি বেঁচে আছি ? - মনিরুল ইসলাম খোকন
Home Page » সাহিত্য » আমি কি বেঁচে আছি ? - মনিরুল ইসলাম খোকন
আমি কী বেঁচে আছি
নাকি মরে বেঁচে আছি।
এভাবে জীবন আমি চাইনি
জীবনের মানে খুজে পাইনি
দুঃখ আমার সাথী হয়ে আছে।।
আমি তো একা দোষী নই
সব ব্যাথা কেন সইবো
আমি তো মনের আলো নয়
আলো দিয়ে পুড়ে মরবো
এভাবে আমায় ব্যাথা দিও না
তুমি দূরে সরে চলে যেও না
স্বপ্ন আমার সাথী হয়ে আছে।
বাংলাদেশ সময়: ২০:১৫:৪৭ ৫০৭ বার পঠিত # #কবিতা #গিতিকবিতা #বাংলা কবিতা #বিরহ