রবিবার, ২৪ জুলাই ২০২২

সিইসির সংলাপ প্রত্যাখ্যান করেছে বিএনপি

Home Page » জাতীয় » সিইসির সংলাপ প্রত্যাখ্যান করেছে বিএনপি
রবিবার, ২৪ জুলাই ২০২২



সংবাদ সম্মেলনে সিইসি কাজী হাবিবুল আউয়াল

বঙ্গ-নিউজ: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসেছে নির্বাচন কমিশন। সবগুলো দলকে এ ব্যাপারে আনুষ্ঠানিক আমন্ত্রণপত্র পাঠানো হয়েছে। তবে পূর্ব ঘোষণা অনুযায়ী সংলাপ প্রত্যাখ্যান করেছে বিএনপিসহ সমমনা কয়েকটি দল। এ অবস্থায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) সংলাপে আসার জন্য তাদেরকে অনুরোধ করেছেন।

ধারাবাহিক সংলাপের অংশ হিসেবে আজ  বাংলাদেশ খেলাফত আন্দোলনের সঙ্গে আলোচনায় বসে নির্বাচন কমিশন। সেখানে বক্তব্য দিতে গিয়ে এই অনুরোধ জানান সিইসি কাজী হাবিবুল আউয়াল। তিনি বলেন, নির্বাচনকে সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে হলে প্রথমেই তা অংশগ্রহণমূলক করতে হবে। এ ব্যাপারে আমরা রাজনৈতিক দলগুলোর সহযোগিতা চাই।

সিইসি বলেন, দেশে একটা অবাধ, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন আমরা সবাই চাই, এ ব্যাপারে কারো দ্বিমত নেই। নির্বাচন পরিচালনার দায়িত্ব হিসেবে আমরাও সেই লক্ষ্যে এগিয়ে যাচ্ছি। তাই খোলা মনে রাজনৈতিক দলগুলোর এগিয়ে আসা উচিত। আমি সবাইকে আন্তরিকভাবে অনুরোধ করতে চাই, প্লিজ সংলাপে আসুন। আমরা আপনাদের কথা শুনতে চাই।

বাংলাদেশ সময়: ২০:৩৫:০১   ৩২৩ বার পঠিত   #  #  #  #