বুধবার, ২০ জুলাই ২০২২
ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে তারকা ক্রিকেটারের পিছু নিয়েছেন লিটন
Home Page » ক্রিকেট » ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে তারকা ক্রিকেটারের পিছু নিয়েছেন লিটনবঙ্গ-নিউজ::ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সবশেষ একদিনের সিরিজে ছিলেন না সাকিব আল হাসান। সেই সুযোগে ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে তারকা ক্রিকেটারের পিছু নিয়েছেন লিটন কুমার দাস। সাকিবের কাঁধে রীতিমতো নিঃশ্বাস ফেলছেন এই উইকেটকিপার ব্যাটসম্যান।
৩২ নম্বরে থেকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরু করেন লিটন। ক্যারিবিয়ানদের ঢেরায় তিন ম্যাচের মধ্যে দুটিতেই ব্যাট হাতে ছন্দে ছিলেন দিনাজপুরের এই ক্রিকেটার। তাতেই ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল, আইসিসি প্রকাশিত সবশেষ ওয়ানডে ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে দুই ধাপ উন্নতি করেছেন লিটন।
নিকোলাস পুরানের দলকে ৬ উইকেটে পরাজিত করে পঞ্চাশ ওভারের সিরিজ শুরু করেছিল বাংলাদেশ। সে ম্যাচে লিটনের ব্যাট থেকে আসে মাত্র ১ রান। পরের দুই ম্যাচে এই স্টাইলিশ ব্যাটার খেলেন যথাক্রমে ৩২ এবং ৫০ রানের ইনিংস। বর্তমানে ৩০ নম্বরে অবস্থান করছেন লিটন।
অন্যদিকে আগের মতো ২৯ নম্বরেই আছেন সাকিব। লিটনের সাথে মাগুরার ক্রিকেটারের রেটিং পয়েন্টের ব্যবধান মাত্র ৪। লিটনের মতো দুই ধাপ এগিয়েছেন তামিম ইকবাল খান। বাংলাদেশ ওয়ানডে দলপতি অবস্থান করছেন ১৭ নম্বরে।
বাংলাদেশ সময়: ২১:২৩:২১ ৩৬৯ বার পঠিত #ব্যাটসম্যান #র্যাংকিং #লিটন #সাকিব