সোমবার, ১৮ জুলাই ২০২২

ডিজেলভিত্তিক বিদ্যুৎ উৎপাদন বন্ধ; কাল থেকে লোডশেডিং

Home Page » জাতীয় » ডিজেলভিত্তিক বিদ্যুৎ উৎপাদন বন্ধ; কাল থেকে লোডশেডিং
সোমবার, ১৮ জুলাই ২০২২



সংবাদ সম্মেলনে তৌফিক-ই-ইলাহী চৌধুরী

বঙ্গ-নিউজ: ডিজেলভিত্তিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রগুলো থেকে বিদ্যুৎ উৎপাদন বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ কারণে আগামীকাল মঙ্গলবার  থেকে এলাকাভিত্তিক লোডশেডিংয়ে যাচ্ছে দেশ। আজ সোমবার প্রধানমন্ত্রী কার্যালয়ে অনুষ্ঠিত একটি বৈঠক থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে এলাকাভিত্তিক লোডশেডিংয়ের এই সিদ্ধান্ত জানান প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী। বৈঠকে উপস্থিত ছিলেন- বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব তোফাজ্জল হোসেন এবং মুখ্য সচিব আহমেদ কায়কাউস।

তৌফিক-ই-ইলাহী চৌধুরী বলেন, সংকট কাটিয়ে উঠতে আরও কিছু প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে। সেগুলো হলো- সরকারি ও বেসরকারি অফিস ভার্চুয়ালি করা, অফিসের সময় এক-দুই ঘণ্টা কমিয়ে আনা। তবে এগুলো এখনো চূড়ান্ত নয় বরং পর্যালোচনা চলছে। চূড়ান্ত সিদ্ধান্ত হলে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে সেগুলো কার্যকর করা হবে।

বাংলাদেশ সময়: ২০:৫১:৫৩   ২৯৩ বার পঠিত   #  #  #