শনিবার, ১৬ জুলাই ২০২২
সড়ক দুর্ঘটনা; মা ও ছেলে-মেয়ে নিহত, সড়ক অবরোধ
Home Page » প্রথমপাতা » সড়ক দুর্ঘটনা; মা ও ছেলে-মেয়ে নিহত, সড়ক অবরোধবঙ্গ-নিউজ: ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বাসচাপায় মা ও তার দুই শিশু সন্তান নিহত হয়েছেন। আজ দুপুর ১২টার দিকে এই ঘটনা ঘটে মহাসড়কের মির্জাপুর উপজেলার পাকুল্যা এলাকায়। স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, রাস্তা পার হওয়ার সময় তাদেরকে চাপা দিয়ে চলে যায় দ্রুতগতির একটি বাস।
পুলিশ জানায়, বাসচাপার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলেই নিহত হন শিশু সাদিয়া। গুরুতর আহত অবস্থায় মা পারভীন বেগম ও ছেলে সুমনকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাদের দুজনকে মৃত ঘোষণা করেন। মরদেহ দুটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, মর্মান্তিক এই দুর্ঘটনার পর স্থানীয়রা সড়কে নেমে এসে বিক্ষোভ প্রদর্শন করে। তারা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাকুল্যা অবরোধ করে ওই ঘাতক বাস ও ড্রাইভারকে আটক করার দাবি জানায়। বিক্ষোভকারীদের সঙ্গে আলোচনা চলছে, দ্রুতই অচলাবস্থা নিরসন করা হবে।
বাংলাদেশ সময়: ২০:৫৩:২৭ ৩৮৭ বার পঠিত #নহিত #মা-শিশু সন্তান নিহত #সড়ক দুর্ঘটনা