শুক্রবার, ১৫ জুলাই ২০২২
মানিকগঞ্জের জায়গীর খেলার মাঠে বজ্রপাত, আহত ১৮
Home Page » প্রথমপাতা » মানিকগঞ্জের জায়গীর খেলার মাঠে বজ্রপাত, আহত ১৮বঙ্গ-নিউজ: মানিকগঞ্জে খেলার মাঠে বজ্রপাতে ১৮ জন দর্শক আহত হয়েছেন। আজ বিকেল সাড়ে ৪টার দিকে মানিকগঞ্জ সদর উপজেলার জাগির মাঠে এই ঘটনাটি ঘটে।
জানা গেছে, আজ ইউসুফ আলী গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের একটি খেলা ছিল। বিকেল সাড়ে ৪টায় তখনও খেলা শুরু হয়নি।
এমন সময় বিনা মেঘে প্রচণ্ড শব্দে মাঠের পাশে একটি বিশাল কড়ই গাছে বজ্রপাত হয়। গাছটির কাণ্ড ফাঁক হয়ে যায়। বজ্রের তাপে গাছের আশপাশে বসা দর্শকদের গায়ে ফোসকা পড়ে। স্থানীয়রা আহত ১৮ জনকে উদ্ধার করে দ্রুত মানিকগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যায়।
মানিকগঞ্জ সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. শামিমা আক্তার জানান, আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তারা কেউ গুরুতর আহত হয়নি।
জাগির ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আহতদের চিকিৎসার জন্য ব্যবস্থা নেওয়ার পর পরিস্থিতি স্বাভাবিক হলে খেলা শুরু হয়।
বাংলাদেশ সময়: ২০:৪৮:২৩ ৩৬৮ বার পঠিত #খেলার মাঠ #জায়গীর #বজ্রপাত #মানিকগঞ্জ