মঙ্গলবার, ৫ জুলাই ২০২২
বিশ্ববিদ্যালয়ে র্যাগ ডে বন্ধের নির্দেশ
Home Page » জাতীয় » বিশ্ববিদ্যালয়ে র্যাগ ডে বন্ধের নির্দেশবঙ্গ-নিউজ: নির্দিষ্ট একাডেমিক অধ্যায় শেষে শিক্ষার্থীরা যে বিদায়ী উৎসব করে, সেটাই সাধারণত র্যাগ ডে নামে পরিচিত। সাম্প্রতিক সময়ে শিক্ষাপ্রতিষ্ঠান বিশেষকরে বিশ্ববিদ্যালয়ে পালিত এই র্যাগ ডে নিয়ে ব্যাপক সমালোচনা হচ্ছে। সেই প্রেক্ষিতে এবার দেশের সব সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ে র্যাগ ডে উদযাপন বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।
গতকাল সোমবার রাতে এই নির্দেশনা জারি করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন, ইউজিসি। কমিশনের সদস্য অধ্যাপক ড. বিশ্বজিৎ চন্দ বলেন, র্যাগ ডের নাম করে অশ্লীলতা, নগ্নতা, ডিজে পার্টি, উদ্দাম নৃত্য ও বুলিং ছড়ানো হচ্ছে বলে আদালতে রিট করা হয়েছিল। তার প্রেক্ষিতে ইউজিসিকে ব্যবস্থা নিতে বলে হাইকোর্ট।
এরপর ইউজিসি তার ক্ষমতাবলে বিশ্ববিদ্যালয়গুলোতে র্যাগ ডে বন্ধের আদেশ দেয়। এ ব্যাপারে প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়কে অভ্যন্তরীণভাবে ব্যবস্থা নিতে বলা হয়েছে।
প্রসঙ্গত, র্যাগ ডের নামে অশ্লীলতা বন্ধে ব্যবস্থা নিতে মোহাম্মদ কামরুল হাসান নামে একজন আইনজীবী সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে একটি নোটিশ পাঠান। প্রতিষ্ঠানগুলো এ ব্যাপারে ব্যবস্থা না নেওয়ায় হাইকোর্টে রিট দায়ের করেন তিনি।
বাংলাদেশ সময়: ২১:০১:৪৮ ৩০৪ বার পঠিত #নির্দেশ #বন্ধ #মঞ্জুরী কমিশন #র্যাগ ডে