বুধবার, ২৯ জুন ২০২২
স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সভাপতি নির্মল রঞ্জন গুহ আর নেই !
Home Page » জাতীয় » স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সভাপতি নির্মল রঞ্জন গুহ আর নেই !বঙ্গ-নিউজ: ক্ষমতাসীন আওয়ামী লীগের অন্যতম সহযোগী সংগঠন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সভাপতি নির্মল রঞ্জন গুহ আর নেই। আজ সকালে তথ্যটি নিশ্চিত করে স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু বলেন, সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
বেশ কয়েকদিন ধরেই নানাবিধ শারীরিক সমস্যায় ভুগছিলেন নির্মল রঞ্জন গুহ। গুরুতর অসুস্থ হয়ে পড়লে গত ১২ জুন তাকে ঢাকার শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু অবস্থার কোনো পরিবর্তন হয়নি। এক পর্যায়ে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়।
পরিস্থিতির অবনতি হতে থাকলে উন্নত চিকিৎসার জন্য গত ১৬ জুন দুপুরে এয়ার অ্যাম্বুলেন্সে করে নির্মল রঞ্জন গুহকে নিয়ে যাওয়া হয় সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে। প্রায় দুই সপ্তাহ মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে শেষ পর্যন্ত হার মানলেন তিনি। উল্লেখ্য, ২০১৯ সালের ২৫ নভেম্বর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হয়েছিলেন নির্মল রঞ্জন গুহ।
বাংলাদেশ সময়: ২০:০০:৪৬ ৩২০ বার পঠিত # #নির্মল রঞ্জন #সভাপতি #স্বেচ্চাসেবক লীগ