সোমবার, ২৭ জুন ২০২২

সেতুর নাট-বল্টু খুলা সেই যুবককে আটক করেছে সিআইডি

Home Page » জাতীয় » সেতুর নাট-বল্টু খুলা সেই যুবককে আটক করেছে সিআইডি
সোমবার, ২৭ জুন ২০২২



সিআইডির হাতে আটক বায়েজিদ তালহা

বঙ্গ-নিউজ:  পদ্মা সেতুতে দাঁড়ানো বা ছবি তোলা নিষিদ্ধ হলেও প্রথম দিনের শিথিলতার সুযোগ নিয়ে বায়েজীদ তালহা নামের এক যুবক খুলে নিয়েছেন সেতুর নাট-বল্টু। যা তার নিজস্ব টিকটক অ্যাকাউন্টে ভাইরাল হয়। পরে গতকাল রাতেই সেই যুবককে আটক করেছে সিআইডি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন ভিডিও ছড়িয়ে পড়লে শুরু হয় আলোচনা-সমালোচনা। ভিডিওতে দেখা যায়, পদ্মাসেতু নিয়ে যুবকটি তুচ্ছতাচ্ছিল্য করছে। ভিডিও ধারণ করা অন্যান্যদের সঙ্গে ব্যাঙ্গাত্মক অঙ্গভঙ্গি ও হাসাহাসি করছে।

সিআইডি জানায়, পদ্মা সেতুর মতো একটি স্থাপনার নাট-বল্টু হাত দিয়ে খোলা সম্ভব নয়। তাই এই ঘটনাকে অতি সাধারণ হিসেবে দেখার সুযোগ নেই। হতে পারে, ভিডিও করার আগে তারা কোনো যন্ত্র দিয়ে এগুলো খুলেছে। ওই যুবকের বিরুদ্ধে ইতোমধ্যে মামলা দায়ের করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২০:২৭:৫৭   ২৯৩ বার পঠিত   #  #  #  #  #